পারিজাত মোল্লা : ২৬ সেপ্টেম্বর, ২০২১। সন্ধ্যে নামলেই বর্ধমান শহরে রেলস্টেশনের উড়ালপুল লাগোয়া কাটোয়া গামী সড়কমোড়ে অসামাজিক ব্যক্তিদের দৌরাত্ম ক্রমশ বেড়ে যায়। এইখানে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী,ভাতার, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, থানা এলাকার পাশাপাশি বীরভূম – মুর্শিদাবাদ ( ফুটিসাঁকো লাইনে) এলাকার শয়ে শয়েে যাত্রীরা কলকাতা থেকে আগত স্টেটবাস কিংবা বেসরকারি বাসের জন্য অপেক্ষা করে থাকেন।চোর – পকেটমার – ছিনতাইবাজদের প্রভাবটা বাড়ে সন্ধের পর। এখানে বিভিন্ন মারুতি ভ্যান, এম্বুলেন্স গাড়িতে মাথা পিছু রেট করে যাত্রী উঠে থাকে। প্রসঙ্গত, মঙ্গলকোটের ঝিলু মোড়ে এক মক্ষীরানির নেতৃত্বে এক চারচাকা গাড়ি ছিনতাইয়ের ঘটনার সুত্রপাত ঘটেছিল এই কাটোয়া গামী সড়কমোড় থেকেই। নিত্যযাত্রীদের দাবি, সদর বর্ধমান থানার পক্ষে এখানে স্থায়ীভাবে পুলিশ ডিউটি রাখলে এই সড়কপথে অপরাধপ্রবণতা অনেকটাই কমবে দুস্কৃতিদের। ৭ নং রাজ্য সড়কপথে এখানে প্রতিনিয়ত শখানে বাস যাতায়াত করে থাকে।
বর্ধমান স্টেশন লাগোয়া বাসস্টপে পুলিশি টহলদারির দাবি……।
More from SocialMore posts in Social »
- Empowering Through Education: Himalaya Wellness Concludes second edition of ‘My First Pimple’ Campaign…..
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- শিশুদের সাথে নতুন বছরের আনন্দে মেতে উঠলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স….।
- Acropolis Mall Unveils Grand Christmas Carnival: A Spectacular Celebration of Fun and Festivities!…
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- সম্প্রীতির বার্তা দিতে মঙ্গলকোটের উরসে বিধায়ক থেকে মন্ত্রীমশাই….।
Be First to Comment