Press "Enter" to skip to content

বর্ধমানে সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ” এর পদক বিজয়ীদের সম্মাননা….।

 

সায়ন দেবনাথ : বর্ধমান, ৬ আগস্ট ২০২৩। রবিবার ৬ই আগস্ট, বর্ধমানের বি.সি. রোডের ওপর অবস্থিত সঙ্গম ম্যারেজ হলে “সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ” এর পদক বিজয়ীদের পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশন পক্ষ থেকে প্রশংসাপত্র ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হলো।
সংস্থার সভাপতি রেনসি দেবাশিস কুমার মন্ডল উপস্থিত সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বর্ধমানের ৯১জন এর মধ্যে ৪৫জন প্রতিযোগী ১৪টি সোনা, ১৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ  পদক সহ মোট ৫৮টি পদক জয় করেছে।
এই সাফল্যে আমরা খুব গর্বিত, আনন্দিত ও উচ্ছসিত।”
উল্লেখ করতে হয়  ইশানি গুপ্তা, লগ্নজিতা খাঁ, অয়ন্তিকা সাহা এবং সম্বুদ্ধা বাগচি কাতা ও কুমিতে ২টি করে স্বর্ণপদক জয়লাভ করেছে যা এক কথায় বর্ধমান বাসী সহ রাজ্যবাসীদের গর্বিত করেছে ।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *