সম্প্রীতি মোল্লা : বর্ধমান, ৪ ডিসেম্বর ২০২২। সফল অপারেশনের ফের নজির বর্ধমান শহরে। ১৪/১২ সেমি আকারে ৬৫০ মিলিলিটার জল থাকা এক বৃহত্তর লিভার সিস্টের সফল অপারেশন হলো বর্ধমান শহরে এক বেসরকারি নার্সিংহোমে। শল্যবিদ চিকিৎসক ডাঃ প্রণয় ঘোষের নেতৃত্বে এক মেডিকেল টিম গত ৩০ নভেম্বর টানা তিন ঘন্টার এই অপারেশন টি চালায়।লিভার সিস্টে থাকা জমা জল ফেটে গেলে রোগীর মৃত্যুর সম্ভাবনাও ছিল। যদিও রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রবিবার দুপুর ওই বেসরকারি নার্সিংহোম থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, বর্ধমান শহরের শ্রীপল্লির বাসিন্দা পূর্ণিমা ক্ষেত্রপাল (৬৮) পেটের ব্যাথা এবং কোন কিছু খেলেই বমি হওয়া রোগে ভুগতেন। এমতাবস্থায় ওই বেসরকারি নার্সিংহোমে অভিজ্ঞ চিকিৎসক শল্যবিদ প্রণয় ঘোষ এর নির্দেশমাফিক সিটি স্কান করা হয়। দেখা যায় পেটের ডানদিকে বলের মত অবস্থান করছে লিভার সিস্ট টি।
১৪/১২ সেমি ব্যাসার্ধের ওই লিভার সিস্টে ৬৫০ মিলিলিটার মত জল ছিল। আরও দেখা যায় লিভারের আট ভাগের মধ্যে তিনভাগে অবস্থান করছে এই সিস্টটি। যা রীতিমতো ঝুঁকিপূর্ণ। তবে শল্যবিদ চিকিৎসক প্রণয় ঘোষের নেতৃত্বে মেডিকেল টিম গত ৩০ নভেম্বর টানা তিন ঘন্টার অপারেশন এই শারীরিক সমস্যার অবসান ঘটায়। কয়েকদিন নজরদারি চালানোর পর রবিবার দুপুর সুস্থ স্বাভাবিক অবস্থায় পূর্নিমা কে তার বাড়ির লোকজন নিয়ে যায় বলে জানা গেছে।
Be First to Comment