গোপাল দেবনাথ : কলকাতা, ১১অক্টোবর ২০২১। এখন সব পুজোতে ই ভালো কাজের জন্য পুরস্কার দেওয়ার প্রচলন আছে। দুর্গাপুজোয় বিভিন্ন সংস্থা থেকেই তাদের মতে সেরা পূজো কমিটি কে পুরস্কৃত করা হয়।
এমনই এক সংস্থা ডিজিটাল নিউজ চ্যানেল এস এস নিউজ ওয়ান -এর পক্ষ থেকে এ বছরের দূর্গা পূজা পরিক্রমা করা হল।
উত্তর কলকাতা শহরতলি, বরানগর, উত্তর দমদম, কামারহাটি পৌরাঞ্চলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে আয়োজক কমিটির হাতে তুলে দেওয়া হয় ‘বঙ্গ দিশারী শারদ সম্মান’। সেই সাথে করোনা যোদ্ধা হিসাবে দুই জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়।
পুজো পরিক্রমায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিশু অভিনেত্রী মানসী দাস, সুন্দরী শিরোপা প্রাপ্ত পিঙ্কি রাউত, চিত্রকর রাজীব শূর রায়, মানবাধিকার সংগঠক বিমল ঘোষ, চ্যানেলের সম্পাদক সুবল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Be First to Comment