রাজিকা মজুমদার : ডিরেক্টর, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, কলকাতা।
বই কিনে বই পড়ি-
এই ছিল প্রথা
চেয়ে চেয়ে আনি বই
শিখি কত কথা
কল্পনা করি কত স্বপ্নের মতো
ভাবনার শক্তি বিকশিত হতো
সময় কাটতো কত কত বই পড়ে
রাজা, রানী, রাক্ষসী,পক্ষিরাজে চড়ে
রাজপুত্র দিত পারি রাজকন্যার খোঁজে
পড়তে পড়তে ঘুমে আসে চোখ বুজে
সেইদিন প্রতিবার ফিরে ফিরে আসে
আজ আন্তর্জাতিক বই দিবসে
প্রকাশক, সাহিত্যিক, পাঠক বন্ধুগন
করজোড়ে সবারেই করি আবেদন
বই কেনো, বই পড়, দাও উপহার
বই করো সঙ্গী ,জ্ঞানের সম্ভার
নতুন পাতার ঘ্রাণ, মলাটের ভাঁজে
ফিরে পাবে ছেলেবেলা বাক্যের খাঁজে
সাহিত্যিক ও প্রকাশকের মেল বন্ধনে
আরো আরো বই করো নব জাগরনে।

Be First to Comment