Press "Enter" to skip to content

বইপ্রেমীদের নজর কেড়েছে বিধান শিশু উদ্যানে “বিধান বইমেলা”…….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৮ মার্চ, ২০২১। বিধান শিশু উদ্যান শুধুমাত্র শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের উপর কাজ করেই সীমাবদ্ধ থাকে না। সারা বছর ধরে নানা ধরণের সমাজিক ও শিক্ষামূলক কাজ করে থাকে। গত বছর করোনা অতিমারীর কারণে প্রায় সব কিছুই স্তব্ধ হয়ে গিয়ে ছিল এই উদ্যানে। ধীরে ধীরে বিধান শিশু উদ্যান করোনা কালের পূর্ববর্তী সময়ে ফেরার চেষ্টা করছে। বিধান শিশু উদ্যান কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক বই মেলায় প্রতি বছর অংশগ্রহণ করে থাকে। এই বছর এখনও পর্যন্ত আন্তর্জাতিক বইমেলা আয়োজিত হয়নি। শহর কলকাতার নানা প্রান্তে ছোট আকারে বইমেলা আয়োজিত হচ্ছে সেই সাথে এই বছর বইমেলা আয়োজিত হয়েছে বিধান শিশু উদ্যানে। বইমেলা সম্পর্কে বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার জানালেন, আজ আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে সবাইকে বিধান শিশু উদ‍্যানের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আজ বিধান বইমেলা চতুর্থ দিনে পড়লো। পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড এবং ড.বি,সি,রায় মেমোরিয়াল কমিটির যৌথ উদ‍্যোগে বিধান শিশু উদ‍্যানে গত ৫ মার্চ থেকে শুরু হয়েছে বিধান বইমেলা। চলবে আগামী ১৪ মার্চ পযর্ন্ত।
আজ সন্ধ‍্যা ছটায় মেলা প্রাঙ্গণে বসে গেছে গল্পপাঠের আসর। মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অমর মিত্র, স্বপন পন্ডা, শমীক ঘোষ, প্রচেত গুপ্ত এবং বিনতা রায়চৌধুরী। এ ছাড়াও সকলের নজর কেড়েছে শিশু উদ‍্যানের সভ‍্যসভ‍্যাদের নৃত‍্যানুষ্ঠান।
আমাদের এই বইমেলায় কেনাকাটার ওপর ২০% ছাড় দিচ্ছেন অংশগ্রহণকারী প্রকাশকগণ। এর পাশাপাশি থাকছে বিশেষ স্মারক উপহার। প্রতি হাজার টাকার বই কিনলে বিধান শিশু উদ‍্যানের পক্ষ থেকে ক্রেতার হাতে তুলে দেওয়া হচ্ছে এই উপহার। গতকাল অর্থাৎ ৭ই মার্চ চল্লিশ জন এই স্মারক উপহার গ্রহণ করেছেন।


বড়দের পাশাপাশি ছোটোরাও নিজেদের পছন্দমতো বই কিনছে। ছোট্ট সুরাজ্ঞলী নিজেই পছন্দ করে বই কিনেছে। খুবই উত্তেজিত। সুরাজ্ঞলীর বাবা মা তাকে তার পছন্দের বই কেনবার স্বাধীনতা দিয়েছে। সুরাঞ্জলী বইগুলো দেখাতে এলো দে’জ পাবলিশিং এর কর্ণধার ও গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী সুধাংশুশেখর দে মহাশয়কে। সুধাংশু বাবুও খুশি হয়ে তার সঙ্গে ছবি তুললেন। বিধান শিশু উদ্যান সকল কে আমন্ত্রণ জানাচ্ছে এই বই মেলায় অংশগ্রহণ করার জন্য।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.