Press "Enter" to skip to content

বং সিনেমাটিক আয়োজিত ডিজাইনার ফ্যাশন শো ফরএভার রামপওয়াক আয়োজিত হলো পাইক পাড়া মোহিত মৈত্র মঞ্চে….।

Spread the love

প্রিয়জিৎ ঘোষ :কলকাতা, ১৭ জুন ২০২৩। গত ১৫ জুন বৃহস্পতিবার বং সিনেমাটিক আয়োজিত ডিজাইনার ফ্যাশন শো ফরএভার রামপওয়াক আয়োজিত হলো পাইক পাড়া মোহিত মৈত্র মঞ্চে । সমাজের নবাগত মডেলদের নিয়ে আগামীদিনে এগিয়ে চলার লক্ষ্যে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী থেকে সিনেমা জগতের শিল্পীবৃন্দ। উপস্থিত ছিলেন পন্ডিত মোল্লার ঘোষ, মল্লিকা ঘোষ,  জয় গাঙ্গুলী ছাড়াও এ শহরের সেরা সুন্দরী শতাব্দী চক্রবর্তী, মধুমৈত্র বিশ্বাস, নিবেদিতা চক্রবর্তী ও মেক ওভার এর কর্ণধার রুমা ধর অধিকারী। এনারাই বিচারক এর আসন অলংকিত করেন।

বিশিষ্ট মানুষদের মধ্যে উপস্থিতি ছিলেন মনোতোষ বেরা (সমাজ সেবী) অনুপ কুমার বর্ধন (সম্পাদক ) রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন,রিচ আস ফাউন্ডেশন , রানী (মিরার ক্লাব কর্ণধার)। অনুষ্ঠানের শেষ পর্বে নবাগত শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। জয়ন্ত দাস (সেক্সোফোন)  ও সংগীত পরিবেশন করেন গৌতম কুমার সিনহা। এছাড়াও  এগিয়ে চলা অঙ্গীকার নিয়ে চ্যানেল ১০ এর সাংবাদিক ও আবৃত্তিকার বিজয়া নাগ ও কবি সন্দীপ বাগ কে সম্মানিত করা হয়।

More from CultureMore posts in Culture »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.