Press "Enter" to skip to content

ফোনে প্রস্তাবে ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়….।

Spread the love

‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

বাবলু ভট্টাচার্য : ফোনে যেভাবে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে কিংবদন্তী শিল্পীর কাছে, সেটা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক ঠেকেছে বলেই তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, আটের দশকে একইভাবে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া ‘পদ্মশ্রী’ সম্মান ফিরিয়ে দিয়েছিলেন হেমন্ত মুখার্জি। তার প্রায় তিন দশকের মাথায় প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২২ সালের ২৫ জানুয়ারি ঠিক একই কাজ করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কিংবদন্তী গায়িকার কথায়, শেষ মুহূর্তে যেমনভাবে ফোনে প্রস্তাব দেওয়া হয়েছে, তা ভীষণই অসম্মানজনক।

প্রসঙ্গত, সন্ধ্যা মুখোপাধ্যায় বর্তমানে ভীষণ অসুস্থ। নবতিপর শিল্পীকে সোমবার ফোন করা হয় কেন্দ্রের তরফে। কোনো মতে ফোনে কথা বলেন তিনি। সেই কথোপকথন মোটেই ভাল ঠেকেনি শিল্পীর কাছে। কেন? এ প্রসঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, ফোনের ওপ্রান্ত থেকে গায়িকাকে হিন্দিতে বলা হয়, আগামীকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি যদি নেন, তাহলে তালিকায় অন্যান্য পদ্ম-পুরস্কার প্রাপকদের সঙ্গে আপনার নামও ঢুকিয়ে দেওয়া হবে। এহেন কথা শুনেই গায়িকা প্রথমটায় হতবাক হয়ে যান।

পদ্ম-সম্মানে ভূষিত করার এটাও কোনও কায়দা হয়ে পারে বলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জানা ছিল না। অতঃপর তৎক্ষণাৎ ফোনেই পদ্মশ্রী সম্মান পত্রপাঠ নাকচ করে দেন। হিন্দিতে বলেন, “আমার মন চাইছে না। আমার শ্রোতারাই আমার পুরস্কার।”

More from EntertainmentMore posts in Entertainment »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.