Last updated on November 10, 2021
প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হলো মাছ ধরার নৌকো
বাবলু ভট্টাচার্য : ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত নৌকো বানিয়ে ফেললেন ক্যামেরুনের ইসমাইল এসোম ইবোন।
২০১১ সালে একটা ঝড়ের সময় ইসমাইল প্রচুর প্লাস্টিকের বোতল উড়ে আসতে দেখেন। তিনি তা দিয়ে এই নৌকো বানান এবং জেলেদের বিস্মিত করে এই নৌকো দিব্য জলে ঘোরাফেরা করতে থাকে।
পরিবেশ রক্ষায় ইসমাইলের সচেতনতায় ক্যামেরুনে গড়ে উঠেছে ইকোবিন যা বাতিল জিনিসপত্রকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলে।
Be First to Comment