গোপাল দেবনাথ : কলকাতা : ২৯ আগষ্ট, ২০২১। বাংলায় রাজনীতির কথা বলতে গেলে যে মানুষটির কথা সবার আগে স্মরণ করতে হয় তিনি হলেন সকলের প্রিয় জননেতা প্রয়াত সোমেন মিত্র (ছোড় দা)। এই ছোড়দা ই কংগ্রেসে থাকাকালীন নিজের হাতে বহু রাজনৈতিক নেতা নেত্রী তৈরি করেছেন এই পশ্চিমবঙ্গে। সুখে দুঃখে অভাব অভিযোগে ছোড়দা সবসময় সকলের পাশে থাকতেন।
প্রয়াত সোমেন মিত্র একসময় তৃনমূল কংগ্রেসের এমপি ও ছিলেন। আজ প্রাক্তন বিধায়ক শিখা মিত্র তার রাজনৈতিক জীবনে নতুন ইনিংস শুরু করলেন। পার্টি তে যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দোপাধ্যায়, মালা রায় সহ বিশিষ্টজন। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী আজ অর্থাৎ ২৯ আগস্ট খুশির খবর পেয়ে পৌঁছে গিয়ে ছিলেন শিখা মিত্র’র বাস ভবনে। বুম্বা বাবু এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকা উচিৎ সম্পর্ক সবার আগে।
সোমেন মিত্র (ছোড়দা) র সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ছোড়দার প্রয়াণের পর শিখা বৌদির নতুন ইনিংসের জন্য তার বাস ভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি আশারাখি শিখা মিত্র বৌদি ও রাজনৈতিক জীবনে যথেষ্ট সফল হবেন।
Be First to Comment