Press "Enter" to skip to content

প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর অভিনয় সমৃদ্ধ “দ্য জোকার”- এর প্রিমিয়ার শো….।

সায়ন দেবনাথ : কলকাতা, ৭ই মার্চ ২০২১ চলচ্চিত্র পরিচালক জয় ভট্টাচার্যের ছবি ” দ্য জোকার”- এর প্রিমিয়ার শো হলো নন্দন- ২তে। উপস্থিত ছিলেন পরিচালক ও লেখক জয় ভট্টাচার্য সহ বিবেক রায়, সংযুক্তা রায় ও ছবিটির সঙ্গে যুক্ত অন্যান্য বিশিষ্টরাও। সাইকোলজিক্যাল থ্রিলার হলো এই ছবি “দ্য জোকার”। এটাই শেষ ছবি যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে, একজন সত্য-সন্ধানকারীর ভূমিকায়। এই সিনেমায় আর একটি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বিবেক রায় কে । ছবিটিতে দেখা যাবে কয়েকটি মেয়ে মিলে একটি সংস্থা চালায় এবং তারা সেই সব মানুষের সাথে প্রতারণা করে যারা আবেগ প্রবন। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে – আমান রেজা, সংযুক্তা রায়, কোহিমা বসু, মৌ বৈদ্য, ভাস্বতী সেনগুপ্ত, অর্চিষ্মান সিং, দিলরাজ, আরব সাহা, জয়ন্ত পর্বত, প্রাঞ্জল সরকার, জয় বোস, সুভাষ পচিসিয়া, কঙ্কন কর, খুশি খাতুন, সঞ্চারি চ্যাটার্জি, হিমিকা পাত্র , সায়ন বিশ্বাস সহ বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীদের। ছবিটিতে মিউজিক দিয়েছেন সুমিত রায়, গান গেয়েছেন সপ্তপর্ণী বসু, ছবি সম্পাদনা করেছেন অরিন্দম গায়েন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে ছিলেন অনিতেশ, ক্যামেরার দায়িত্বে ছিলেন রঞ্জিত মন্ডল,
শুভেন্দু সাহা, উদয় এবং সানি ভট্টাচার্য্য। “সানি এন্টারটেইনমেন্ট”- এর ব্যানারে এটিই প্রথম ছবি ।

প্রয়াত তারকা সৌমিত্র চট্টোপাধ্যায় কে স্মরণ করে, পরিচালক জয় ভট্টাচার্য জানান যে,” কোভিড পরিস্থিতি না হলে গত বছরই এই ছবিটি মুক্তি পেয়ে যেত এবং তাহলে হয়তো এই প্রিমিয়ার শোতে আমরা প্রয়াত সমিত্র চট্টোপাধ্যায়কে কাছে পেতাম ।” তিনি আরো বলেন যে, এই ছবিতে তিনি নতুন মুখ নিয়ে কাজ করেছেন এবং ভবিষ্যৎ- এও করবেন । তিনি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা করে দেবেন ।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.