গোপাল দেবনাথ : কলকাতা, ১৭, জানুয়ারি, ২০২১। কর্মব্যস্ততার জন্য সাধারণ মানুষের হাতে সময় অনেকাংশে কমে গেছে। একটা সময় ছিল সাধারণ মানুষ সারাদিন ধরে রেডিও, টিভি বা সি ডি ক্যাসেট শুনে সময় কাটাতো। দীর্ঘসময় ধরে রেকর্ডের রমরমা ছিল সেই রেকর্ডে ৪টে বা ৮টা গান থাকতো।
একেকটা ক্যাসেট বা সিডিতে বহু গান থাকতো কিন্তু দিনকাল সম্পূর্ণ বদলে গেছে এখন শ্রোতারা শুধু গান শোনে না সাথে গান দেখতে পছন্দ করে। আজকের দুনিয়ার সাথে তাল মিলিয়ে একটি মাত্র গান ‘আমি’ কে দৃশ্য মিশ্রণ করে ভিডিও এলবাম বানিয়ে তাক লাগিয়ে দিলো আসামের প্রবাসী বাঙালি ইমন চৌধুরী যাকে সবাই রিহা বলেই চেনে। রিহা অনেক ছোটবেলা থেকেই গানের চর্চা শুরু করে।
২০১৩ সালে ইন্ডিয়ান আইডল জুনিয়র এ প্রথম ১০ প্রতিযোগীর মধ্যে ছিল। রিহা র এই বাংলা গানের একক এলবামে সংগীত পরিচালনা করেন বাপ্পা অরিন্দম। গানটির কথা লিখেছেন স্মরজিৎ বন্দোপাধ্যায়।
এই ভিডিও এলবামটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার জয় সরকার, গীতিকার গৌতম সুস্মিত, সংগীত পরিচালক বাবুল বোস, চিত্রপরিচালক রেশমী মিত্র, সুবীর দত্ত। রিহা বর্তমানে মুম্বাইবাসী হিন্দি ও মারাঠি সিনেমাতে ইতিমধ্যে প্লেব্যাক গায়িকা হিসেবে নজর কেড়েছে।
রিহা র একটি একক ‘সাওয়ারিয়া’ নামে একটি জনপ্রিয় হিন্দি গানের এলবাম আছে। প্রেস ক্লাবে আমি ভিডিও এলবাম প্রকাশ অনুষ্ঠানে রিহা র বাবা ও মা উপস্থিত ছিলেন। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমিত্র ব্যানার্জী। প্রচারে – দেবব্রত রায় চৌধুরী।
Be First to Comment