নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬ সেপ্টেম্বর ২০২৪।রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান-২০২৪। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, ক্লাব সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, প্রধান অতিথি দেবকুমার দে, বিশেষ অতিথি তপন জানা, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
এ বছরের সম্মান প্রাপকেরা হলেন ড. দেবযানী ঘোষ, তপন জানা, দেবকুমার দে, অপর্না দে, হাসির রাজা সেন্টু (সৌদি আরব), জেনিভা রায়, ড. ভোলানাথ দাস ও হাটু বাবা ।
এছাড়াও উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জী , দেবব্রত রায় চৌধুরী, আকাশ চ্যাটার্জী , বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ, অরুপ গুহ, প্রদীপ বড়াল, তারক ধর, সন্দীপন মান্না ও রিয়া দাস।
সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন।
Be First to Comment