নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ অক্টোবর ২০২১। দেশের নবগঠিত চতুর্দশ প্রেস কাউন্সিলের সদস্য হলেন প্রেস ক্লাব, কলকাতার দুই প্রতিনিধি। সেইসঙ্গে অন্য সংগঠনের প্রতিনিধি হিসেবে প্রেস কাউন্সিলে গেলেন ক্লাবের আরেক সদস্য।
প্রেস ক্লাব, কলকাতার প্রতিনিধি হিসেবে ভারতের প্রেস কাউন্সিলের সদস্য হলেন ক্লাবের সম্পাদক এবং সংবাদ প্রতিদিন কাগজের সাংবাদিক কিংশুক প্রামাণিক এবং ক্লাবের পরিচালন সমিতির সদস্য ও আজকাল পত্রিকার সাংবাদিক অংশু চক্রবর্তী। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অব জার্নালিস্টের প্রতিনিধি হিসেবে প্রেস কাউন্সিলের সদস্য হলেন ক্লাবের আরেক সদস্য আনন্দবাজার পত্রিকার সাংবাদিক প্রজ্ঞানন্দ চৌধুরি। তিনি আগেও প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। এঁরা সকলেই সম্পাদক নন এমন কর্তব্যরত সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই প্রথম প্রেস কাউন্সিলে প্রেস ক্লাব কলকাতার প্রতিনিধি গেলেন। তাও একাধিক। মুম্বাই প্রেস ক্লাবও প্রেস কাউন্সিলে এই প্রথম তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে। এবারই প্রথম প্রেস কাউন্সিল দেশের বিভিন্ন স্থানে অবস্থিত সমস্ত ধরণের সাংবাদিক সংগঠনকে কাউন্সিলে তাদের প্রতিনিধি পাঠাবার যোগ্যতা অর্জনের সুযোগ উন্মুক্ত করে। প্রেস ক্লাব, কলকাতা সেই যোগ্যতা অর্জনে সফল হয়। নিঃসন্দেহে প্রেস ক্লাব, কলকাতার ইতিহাসে এটি একটি নতুন শিরোপা।
***প্রেস কাউন্সিলের সদস্য হলেন প্রেস ক্লাব, কলকাতার প্রতিনিধিরা****

More from GeneralMore posts in General »
- মহাত্মা গান্ধী শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় জুলু যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিকদের চিকিৎসাকেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেন…।
- Shri Vivek Gupta, CMD, Sanmarg Group, Elected as the Vice President of The Indian Newspaper Society for 2023-24….
- ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান সম্পন্ন হলো….।
- যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটির এইবারের ভাবনা পূর্নজন্ম…।
- রাজনীতির বাইরে লেখক হিসেবেও শেখ হাসিনার অবদান রয়েছে। এ পর্যন্ত তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন…..।
- Merlin I am Kolkata Presents New Clothes for Puja to the children of Pathchala….
Be First to Comment