গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ জুলাই, ২০২১। প্রতি বছরের মতো এই বছরও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এবং প্রেসক্লাব কলকাতার উদ্যোগে আজ শুক্রবার প্রেসক্লাব কলকাতা টেন্টে আয়োজিত হলো বনমহোৎসব, বৃক্ষরোপন এবং অরণ্য সপ্তাহ উদযাপন।
গতবছর থেকে শুরু হওয়া করোনা অতিমারীর দ্বিতীও ঢেউয়ের মধ্যেই সমস্ত রকম করোনা অতিমারী বিধি নিষেধ মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কলকাতার সাধারণ সম্পাদক শ্রী কিংশুক প্রামানিক, সহ সম্পাদক শ্রী নিতাই মালাকার সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের সরকারি আধিকারিকগণ। এই মহতী অনুষ্ঠানে বৃক্ষরোপন করেন বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
পরিবেশ কে রক্ষা করার জন্য উপস্থিত সাংবাদিকদের হাতে গাছের চারা তুলে দেন স্বয়ং বনমন্ত্রী।
Be First to Comment