গোপাল দেবনাথ : কলকাতা, ৮ আগস্ট ২০২১। আগামী ১৫ আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হবে ঠিক তার আগেই প্রেসক্লাব কলকাতায় গত ৫ আগস্ট এফ এম ডি সংস্থার পক্ষ থেকে “এ দেশ আমার জন্মভূমি” গানের পোস্টার প্রকাশ করা হলো।
এরই সাথে এফ এম ডি র লোগো প্রকাশ করলেন সংস্থার কর্ণধার রমেশ ভাণ্ডারী, সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী, পন্ডিত মল্লার ঘোষ, সৌমশঙ্কর বোস, ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জী। যে শিল্পীর অসাধারণ ভাবনায় এই গানটি সৃষ্টি হয়েছে তিনি হলেন সর্বজনপ্রিয় অন্যধারার লেখক ও গীতিকার অভিজিৎ পাল।
এই গানের সাথে গলা মিলিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচী, পদ্মশ্রী উষা উথুপ, গৌরব সরকার, গুরুজিৎ সিং, আরমান লামা ( ভয়েস অফ নেপাল) , জ্যোতি শর্মা (আসামিজ), নিম্মি প্রিয়া ( মালায়ালাম), অরূপ চৌধুরী (তামিল) , মাহেশ ধীরা (তেলেগু)। এই গানটি একাধিক ভাষায় গাওয়া হয়েছে। এ দেশ আমার জন্মভূমি গানের সাথে মিশেছে দ্বিজেন্দ্রলাল রায় এর লেখা “ধন ধন্য পুষ্পে ভরা” র গানের অংশ বিশেষ।
এই প্রথমবার বাংলায় প্রকাশ হতে চলেছে এই গানের হাত ধরে এক বিশেষ ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে বিশেষ করে বাংলা গান, নাটক, সিনেমা সর্বভারতীয় ভাবে মুক্তি পাবে। অভিজিৎ পাল এর হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে এই প্রয়াস সত্যিই ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখতে চলেছে। এই বিশেষ গানের সুরকার কৌস্তভ চ্যাটার্জি, মিউজিক ডিজাইন করেছেন শুভাশিস বিশ্বাস।
এই গানের দৃশ্য গ্রহণ হয়েছে এই বাংলার বিভিন্ন জায়গায়। এই গানের দৃশ্যে গ্রহণে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অভিজিৎ পাল। প্রচারে – পিয়ালী দাস।
Be First to Comment