গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ জুলাই, ২০২৩। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উগ্যোগে আগামী ১৮ জুলাই কলকাতা ময়দান এর মোহরকুঞ্জ এ আয়োজিত হতে চলেছে বনমহোৎসব। এই বিশেষ দিনটি কে উপলক্ষ করে শুক্রবার ১৪জুলাই প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সেইসাথে ছিল পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপ্রসাদ বাদানা, আই এফ এস, ডি সি ফরেস্ট। সাথে ছিলেন অনিন্দ্য গুহ ঠাকুরতা ও প্রবীর কুমার চ্যাটার্জি। এই অনুষ্ঠানেই উপস্থিত সাংবাদিকদের প্রেসক্লাব ময়দানে বৃক্ষের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
একটি গাছ একটি প্রাণ এই স্লোগান যথেষ্ট গ্রহণ যোগ্যতা পায় এদিনের অনুষ্ঠানে।
Be First to Comment