নীল চোখ ঘুঘু
বাবলু ভট্টাচার্য : মাত্র তিন বছর আগেই নীল চোখ ঘুঘু পাখিদের অবলুপ্ত ঘোষণা করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু খুশির খবর হল, প্রায় পঁচাত্তর বছর পরে আবার প্রায় বারোটি নীল চোখ ঘুঘু দেখা গেছে।
১৯৪১-এর পর ব্রাজিলের মিনাস গেরিয়াস-এ ২০১৫ সালে পক্ষীবিশারদ রাফায়েল বেসা প্রথম দেখতে পান এই পাখিটিকে।
প্রায় একবছর অনুসন্ধানের পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে, এক ডজন মতন পাখিই অবশিষ্ট আছে এই গোত্রের।
![](https://newsstardom.in/wp-content/uploads/2021/03/20210326_184712-4-1024x1024.jpg)
Be First to Comment