অশোক দে : কলকাতা, ১২ এপ্রিল ২০২২।আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বাংলা সংস্কৃতি বলয় পশ্চিমবঙ্গ সংসদ-এর প্রথম সম্মেলন হয়ে গেল গত ১০ এপ্রিল রবিবার জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে। উদ্দেশ্য, বাংলা সংস্কৃতির পুনরুদ্ধার। এই লক্ষ্যেই সংসদ প্রান্তিক ও লুপ্তপ্রায় সংস্কৃতি যেমন রাজ নৃত্য, ভাওইয়া, গম্ভীরা, মুর্শিদি, বাউল, ঝুমুর, টুসু, ভাদু, বোলান,হাপু, মাছালি, নাচনি, নাটুয়া, পালাগান যাত্রাশিল্প পটের ছবিওগান অর্থাৎ যেকোনও লোকসংস্কৃতিকে সংসদ প্রাধান্য দেবে পাশাপাশি রবীন্দ্রনাথ,
দ্বিজেন্দ্র, অতুলপ্রসাদ, রজনীকান্ত, নজরুল-এর মতো সৃজনশীল সংস্কৃতিকেও গুরুত্ব দেবে। মৌলিক আধুনিক বাংলা গানের ধারাকেও মান্যতা দিতেও সমান আগ্রহী ‘বাংলা সংস্কৃতি বলয়’। বোগেনভেলিয়া গুল্মে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। বলয় ঘিরে উপস্থিত ছিলেন অলোক চন্দ, রূপক সাহা, কাজি মাহাতাব সুমন, অনুপ বন্দ্যোপাধ্যায়, মুকুন্দ বিহারী বিশ্বাস, কাজল অধিকারী, অমলেশ দাসগুপ্ত, দীপা দাস, আব্দুল কাইয়ুম, তীর্থসুন্দর বিশ্বাস, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, টিনা ঘোষাল, বিপ্লব মণ্ডল সহ বহু বিশিষ্টজন ।
বাংলা সংস্কৃতি বলয়ের প্রস্তাবনায় রয়েছে লেখক-শিল্পী, সংস্কৃতিকর্মী, সাংস্কৃতিক সংগঠক যারা আর্থিকভাবে কিছুটা দুর্বল তাদের চিকিৎসার প্রয়োজনে কিংবা গবেষণাধর্মী কাজে সহায়তার জন্য গঠন করা হবে সংস্কৃতি কল্যাণ তহবিল। বাংলা বলয় এর পক্ষে সংস্থার উৎসভাবনা, পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখার কথা ব্যক্ত করেন সেবক ভট্টাচার্য। রাজা রামমোহন রায় স্মারক বক্তৃতা দেন সঞ্জয় মুখোপাধ্যায়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
Be First to Comment