Last updated on August 15, 2023
গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ আগস্ট, ২০২৩। প্রবীণ সাংবাদিক অশোক দে বেশকিছু ধরে রোগাক্রান্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি ড্যাফোডিল নার্সিংহোমে ভর্তি ছিলেন। গত রবিবার ১৩ আগস্ট সন্ধ্যা ৭ টায় লেকটাউনের ড্যাফোডিল নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার তার দাহকার্য্য সম্পন্ন হয়েছে নিমতলা শ্মশান ঘাটে। প্রবীণ এই সাংবাদিকের তিন ভাইপো মুখাগ্নি করেছেন। অকৃতদার অশোক বাবু বহু সংবাদপত্রে প্রতিনিয়ত সাংবাদিকতার কাজ করেছেন। সমালোচক হিসেবে যথেষ্ট খ্যাতি ছিল। সাংস্কৃতিক জগতে তার অবাধ বিচরণ ছিল। বহু বিখ্যাত মানুষের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। গত বই মেলাতেও তার একটি বই প্রকাশিত হয়েছিল। একগাল দাড়ি নিয়ে সদা হাসিখুশি থাকতেন এই মানুষটি। অন্যান্য সাংবাদিকদের সাথে সু সম্পর্ক ছিল। মাঝেমধ্যেই গ্রাম গঞ্জে গিয়ে ফকির বাউল সংগীত শিল্পীদের সাথে সময় কাটাতেন। একটু অন্যধারার সংগীত তিনি পছন্দ করতেন। সদ্য প্রয়াত অশোক দে শুরুর দিন থেকেই নিউজ স্টারডম অনলাইন নিউজ এ লেখালেখি করতেন। প্রবীণ এই সাংবাদিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্যান্য সাংবাদিকরা। অশোক বাবুর প্রয়াণে সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি হলো। ওনার আত্মার চিরশান্তি প্রার্থনা করছে নিউজ স্টারডম পরিবার।
Be First to Comment