Press "Enter" to skip to content

প্রবাদপ্রতীম সেতারবাদক পন্ডিত কুশল দাসের সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তি, শ্রদ্ধাজ্ঞাপনে এক মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন কলকাতায়….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ জুলাই, ২০২৩। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অন্যতম দিকপাল সেতারবাদক পন্ডিত কুশল দাস। সেই চার বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নিতে শুরু করেছিলেন। এ-বছর এই প্রবাদপ্রতীম সেতার বাদকের সঙ্গীত জীবনের ৬০তম বছর পূর্তি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে যে কজন বিশারদ বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন,পন্ডিত কুশল দাস তাঁদের মধ্যে অন্যতম। ২০২০ সালে ভারত সরকার তাঁকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করেছেন।

মায়েস্ত্র কুশল দাসের জন্ম সঙ্গীত পরিবারেই। তাঁর বাবা পন্ডিত রবি শঙ্করের শিষ্য, কাকা উস্তাদ আলি আকবর খানের শিষ্য। স্বাভাবিকভাবেই ছোট থেকেই কুশল দাসের রাগ-রাগিনীর ওপর অমোঘ টান। তিনি প্রথম নাড়া বাঁধেন পন্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কাছে,পরে পন্ডিত অজয় সিনহা রায়ের কাছে তালিম নেন। শুধু সেতার নয়, শাস্ত্রীয় সঙ্গীতেরও তালিম নেন তিনি। মূলত তিনি মাইহার ঘরানার হলেও সব ঘরানার প্রতি তাঁর অগাধ ভালবাসা। বিশ্ববিখ্যাত সেতাররবাদক নিখিল বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুপ্রাণিত করেছে বার বার।

প্রবাদপ্রতীম সেতারবাদকের সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কলাশ্রী মিউজিক সার্কেল আগামী ২৯জুলাই সাউথ সিটির মিনি ব্যাংকয়েট হলে এক মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করেছে। পন্ডিতজীর শিষ্যরাই এই অনুষ্ঠানের উদ্যোক্তা। গুরুপূর্ণিমার সময়ে এ তাঁদের গুরুপ্রণাম। পন্ডিতজীর উজ্জ্বলতম শিষ্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। হল ভর্তি লোকের সামনে তাঁদের এতদিনের সাধনা গুরুজীকে নিবেদন করার সুযোগ মিলবে। থাকছে ভারতনাট্যম, সরোদ বাজনা, সেতারের ঝংকার। সবশেষে থাকছে চমক। পন্ডিত কুশল দাস এবং তাঁর সুযোগ্য পুত্র কল্যানজিৎ দাসের সেতার যুগলবন্দি। কল্যানজিত ইতিমধ্যেই বাজিয়ে হিসাবে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। পিতা-পুত্রের যুগলবন্দি শোনার জন্য কলকাতা অপেক্ষা করছে। পন্ডিত কুশল দাস মনে প্রানে বিশ্বাস করেন “সঙ্গীত আমার পেশা নয়, এই সঙ্গীতের মাধ্যমেই আমি সারা পৃথিবীতে প্রেম-ভালবাসা-শান্তির বানী ছড়িয়ে দিতে চাই।” ২৯ জুলাই সেই প্রেম-শান্তির বাণী ঝংকৃত হবে পন্ডিতজীর সেতার-বাদনে, সাক্ষী থাকবে কলকাতাবাসী।

More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *