Press "Enter" to skip to content

“প্রদীপ, তুমি তো হাওয়া থেকে রসগোল্লা, নাকি সন্দেশ বানিয়ে, এক সাধুবাবাকে চমক খাইয়েছিলে……..।

Spread the love

////////[প্রদীপের সঙ্গে আলাপ =প্রলাপ]\\\\  {{{{{{{{{{{পর্ব –০৬৬}}}}}}}}}}}}
(মনোবিদ,মঞ্চ-মায়া-শিল্পী পি সি সরকার জুনিয়র)
[[[Dr.Prodip Chandra Sorcar, M. Sc., Ph. D. ]]]


°°°°°°°°MAGIC IS°°°°°°°°
THE KING OF HOBBIES,
&
HOBBY OF THE KINGS.
≠≠≠===============================

আমাদের ভারতীয় সমাজে ঋষিতূল্য, জাতীয় সংহতির চলন্ত প্রতীক, পিতৃবৎ মনীষী রাষ্ট্রপতি, বৈজ্ঞানিক, জনাব ডঃ আব্দুল কালাম মহাশয় কে আমি দেব-জ্ঞানে শ্রদ্ধা করি। উনিও কি যেন কি কারণে আমাকে, দয়া করেই বোধহয়, কাছে টেনে পাশে বসিয়ে ‘গল্প’ করতে ভালোবাসতেন। আমি ঋদ্ধ হতাম।
আমার সব খুঁটিনাটি স-ব খবর উনি রাখতেন। আমি অবাক হতাম। আমার বড়-মেয়ে মানেকাকে কাছে পেলেই উনি ওর চুল এলোমেলো করে দিয়ে ‘মজা’ করতেন। বলতেন, “আমার মতো সাজো।”
আমার বিশ্বাস হতো না। এতো উঁচু মাপের মানুষ, ‘মহাপুরুষ’, কিন্তু কি পবিত্র, সরলমনা!! ইনি নিশ্চয়ই ছদ্মবেশী একজন ‘ফেরেস্তা’ বা ‘দেবতা’। ওনাকে আমি যে পায়ে হাত দিয়ে ছু্ঁয়ে প্রণাম করতে পেরেছি, সেটা ভাবতেই আমার গায়ে কাঁটা দেয়।


একবার এক বিশেষ সভায় উনি আমার আর জয়শ্রীর সঙ্গে লঘু মেজাজে গল্প করতে করতে বলেন, “প্রদীপ, তুমি তো হাওয়া থেকে রসগোল্লা, নাকি সন্দেশ বানিয়ে, এক সাধুবাবাকে চমক খাইয়েছিলে। আচ্ছা, আমাকে একটা সন্দেশ বানিয়ে দিয়ে আবার উধাও করে চমকে দাও তো দেখি !! ”
ওনার আব্দার, মানে আমার কাছে সেটা, প্রেসিডেন্সিয়াল ‘অর্ডার’। জাদুগরী ইন্টিউশন নিয়ে আমি তৈরি হয়েই ছিলাম।
আমি দু-হাত খালি দেখিয়ে, হাওয়া থেকে রসগোল্লা বের করে ওনাকে দেখাই। তারপর সেটাকে সন্দেশে রূপান্তরিত করি। সেটাকেও গায়েব করে দিই এবং অন্য জায়গা থেকে আবার ফিরিয়ে আনি। উনি ছেলেমানুষের মতো সবার সঙ্গে হৈ হৈ করে হাসিতে ফেটে ওঠেন। কৌশলটা শিখতে চান। আমি শিখিয়ে দিই।


এই সমস্ত ‘পবিত্র’ মুহূর্ত-তো আর বারবার ফিরে আসে না। কিন্তু কপাল জোরে, এটার সাক্ষী একটুখানি ধরা আছে। শেষের ভাগটুকু। তবে শিখিয়ে দেবার ভাগটুকু নয়।
মানেকা বুঝতে পেরেছিলো, ম্যাজিক ঘটতে চলেছে। ওর বাবা ভূমিকা বিস্তার করছেন । সেজন্য চট্ করে, জাদুকরী ক্ষিপ্রতায় ওর ব্যাগ থেকে ক্যামেরা বের করে, কিছুটা হলেও ভিডিও তুলে নিতে পারে।
এই জন্যই বলি, মানেকার তুলনা হয়না। গতানুগতিকতা থেকে একশো ধাপ এগিয়ে থাকা দুর্গতি নাশিনী, সুমধুর ভাষিনী, চূড়ান্ত রিফ্লেক্সময়ী, আমাদের জাদু-ঘরাণার উত্তরসূরী।

মানেকার চুল প্রেসিডেন্ট মহোদয় তারপর আবার এলোমেলো করে দেন। সে ছবি মানেকা তুলতে পারেনি। শুনলাম অন্য একজন ক্যামেরাম্যানের তোলা আছে। দেখি, সেটা সংগ্রহ করতে পারি কি না। পেলেই আবার পোস্ট করবো। সময় লাগবে কিন্তু জানি, ঠিক পাবো।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.