———————-(পর্ব-০১৩)——————
——————-যতো নষ্টের গোড়া————–
ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক।
তোদের চোখের চাউনি দেখে,
বুঝতে আমি পারি!
বোলবি তোরা,-“আপনাকে এক,
প্রশ্ন করতে পারি?”
জানতে চাইবি সোজাসুজি, সরাসরি আর :পষ্ট,
কেমন করে মানুষ আমি, হলেম অ্যাতোটা নষ্ট?
প্রশ্নখানা আমারও ছিলো,
আমারই কাছে আমার,
কিন্তু কোনো পাইনি জবাব,
উপায় ছিলো না জানার !
লোকেরা অ্যাত্তো ভীড় করে যে
হ’তে পারিনে অ্যাকা,
কাছে থেকেও পাইনা আমার,
একটুখানি দ্যাখা !!
হঠাৎ সেদিন, কি যেন কারণে,
পেতেই ঘরের কোণে,
চেপে ধরলাম জোরসে আমায়,
একা, সঙ্গোপনে।
“বলতো আমায়,, ব্যাপারটা কী?
জানতে হবেই আমায়,
কী আছে এমন? এই ভুবনে,
(তোর) জাগতিক কাজ থামায় ?”
জবাব ছিলো না মুখে।
চোখেতে ছিলো প্রশ্ন ভর্তি,
বিস্ময় ছিলো বুকে।
বলেছিলো শুধু কাশতে কাশতে,
চেয়ে চার দিক, আস্তে আস্তে,
“বোলবো কী রে ভাই!
আমিও জানাতে চাই,
বিশ্বাস কর্ , আমার ভিতর
কি জানি কেন , ওই- ওইসব , অ্যাত্তো গুলো আছে! দেখা না দিলেও, খেপিয়ে তারা টগবগিয়ে নাচে। ছোট্টোবেলায়, হঠাৎ ওদের, মুখোমুখি হই!
দুনিয়া ভুলে,মুগ্ধ চোখে , চেয়েই শুধু রই।
কি দূরন্ত ওরা,
জানিস্ ওরা কারা ?
আমার মনে ছুটে বেড়ানো, নানান্ রঙের ঘোড়া। ওদেরই ওই ছটফটানি, যত নষ্টের গোড়া।
ওরা কি সুন্দর ছোটে!
ওদের দেখেই রক্ত আমার
টগবগিয়ে ওঠে।
ওদের নিয়েই স্বপ্ন গড়ি, বাক্যি আসে ঠোঁটে,
দুরন্ত ওই খুরের তালে, জাদুর ছন্দ ফোটে।
” যা, ছুটেই বেড়া তোরা, দিসনে কভু ধরা,
দিগন্তটাকে ছাপিয়ে আমার জাদুর জগৎ বাড়া।
ইতিহাসের পাতা ছাপিয়ে, ভূগোল ম্যাপের সব কাঁপিয়ে,
যা, চলে যা, যা !
নড়বড়ে এই সমাজে তোরা ,মোটেই থামবি না।
কল্পলোকের গল্পকথার, দিগন্ত -ফাঁস খুলে,
রামধনুর ওই ব্র্যাকেটখানা ওপর দিকে তুলে।
এক লাফেতে ডিঙ্গিয়ে যা, মরিচীকার ওই ফাঁদ,
তেড়েফুঁড়ে ,ভেঙ্গে চলে মা, নীহারিকার ওই ছাদ।
আলাদীনের বাড়ি ছাড়িয়ে, উড়ে চলে যা আজ!
ডানা দুলিয়ে, হওয়া বুলিয়ে, আমার পক্ষীরাজ।
বজ্র -পাতের কড়া ধমক,
যতোই সেটা লাগাক চমক,
পাশ কাটিয়ে উড়ে চলে যা, কালবৈশাখী ঝড়,
ঘূর্ণী হাওয়ার নাগরদোলায়,যা ইচ্ছে কর।”সাত লাফেতে সাতটা সাগর, তেরটা নদী একসাথে, বিশ্বজয়ে বেড়ুবো আমি, থাকবে ওরা মোর সাথে। ওরা স্বপ্ন দিয়ে গড়া। কাউকে দেয়না কভু ধরা।
ওদের আমি প্রাণটা ভরে, ভালোবেসেছি তাই,
তুলনা ওদের নাই।
নিয়ম ছাড়া,এলোমেলো, টগবগে সব ঘোড়া।
কেউ জানেনা, ওরাই আমার, সব নষ্টের গোড়া।
Be First to Comment