——————–(পর্ব –১৫)——————-
ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ২৪, ডিসেম্বর, ২০২০।
বাংলার আর এক বিখ্যাত কবি ‘সুনির্মল বসু’ মহাশয় ছিলেন আমার বাবার খুব কাছের বন্ধু। ছোটবেলায় ওনার লেখা একটা ছোট্ট কবিতা আমার স্কুলের পাঠ্যক্রমে ছিলো। আমার এখনো মনে আছে।
উনি লিখেছিলেন:-
“আকাশে উঠছে সূর্য
টকটকে লাল!
যেন প্রকাণ্ড বড় এক
মুসুরির ডাল।”
কোভিডের গৃহবন্দী দশার :আশীর্বাদে’ পুরোণো ফাইল ঘাটতে ঘাটতে হঠাৎ একটা পোস্ট কার্ডে দেখি বাবার ‘ইন্দ্রজাল’ দেখে উনি কবিতায় মন্তব্য প্রকাশ করেছেন।
অপ্রকাশিত ছিলো, নিউজ স্টারডম এর পাঠকদের জন্য এখানে দিলাম:-
Be First to Comment