Press "Enter" to skip to content

প্রতুল চন্দ্র সরকার অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর ছিলেন যিনি ১৯৩০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তার জাদু দেখিয়ে পৃথিবীর নানা দেশের মানুষকে মোহিত করে রেখেছিলেন……..।

Spread the love

৫১ তম প্রয়াণদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ডঃ পি সি সরকার (জুনিয়র ) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। আমার পরমপ্রিয় পিতৃদেব শ্রদ্ধেয় পি. সি. সরকার (জন্ম: ২৩ ফেব্রুয়ারি ১৯১৩, মৃত্যু: ৬ জানুয়ারি ১৯৭১) ভারতবর্ষের বিখ্যাত জাদুকর। তার পুরোনাম প্রতুল চন্দ্র সরকার। তিনি অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর ছিলেন যিনি ১৯৩০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তার জাদু দেখিয়ে পৃথিবীর নানা দেশের মানুষকে মোহিত করে রেখেছিলেন। তার অন্যতম প্রদর্শনী ছিল ইন্দ্রজাল প্রদর্শনী”।

এই প্রদর্শনী তিনি প্রথমে মঞ্চে ও তারপর টেলিভিশনে দেখিয়েছিলেন।

প্রতুলচন্দ্র সরকার ১৯১৩ সালের ২৩ ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের (পূর্বে: বেঙ্গল, ব্রিটিশ ভারত) টাঙ্গাইল জেলার অশোকপুর গ্রামে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন। তিনি শিবনাথ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি তার জাদুবিদ্যার প্রাথমিক ধারণা নেন গুনপতি চক্রবর্তীর কাছ থেকে। তার জাদু ১৯৩০ সালের দিকে জনপ্রিয় হওয়া শরু হয়। তিনি কলকাতা, জাপান এবং আরো অনেক দেশেই জাদু দেখিয়েছেন।

প্রতুলচন্দ্র সরকার কলকাতার বাসন্তী দেবীকে (মৃত্যু: ২৬ ডিসেম্বর ২০০৯, কলকাতা) বিবাহ করেন। তাঁদের তিন ছেলে, মানিক সরকার, আরেক বিশ্বখ্যাত জাদুকর পি.সি. সরকার জুনিয়র ও পি.সি. সরকার ইয়ং।
১৯৭১ সালের ৬ই জানুয়ারী, জাপানের হোক্কাইডোর আশাইকাওয়াতে মাত্র ৫৭ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে।
পুরস্কারঃ
ভারত সরকার “জাদু সম্রাট পি.সি সরকার” নামে কলকাতাতে একটি সড়কের নামকরণ করেছে।
১৯৬৪ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।


১৯৪৬ ও ১৯৫৪ সালে জাদুর অস্কার নামে পরিচিত “দ্য ফিনিক্স” (আমেরিকা) পুরস্কার লাভ করেন।
জার্মান ম্যাজিক সার্কেল থেকে “দ্য রয়াল মেডিলিয়ন” পুরস্কার পান।


২৩ ফেব্রুয়ারি, ২০১০ সালে ভারতীয় সরকার তার প্রতি সম্মান জানিয়ে একটি ৫ টাকার স্ট্যাম্প চালু করে।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.