গোপাল দেবনাথ : কলকাতা, ২০ জুন ২০২১। কোথাও একটা শুরু করতে হতো করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের আগে থেকেই খবর আসছিলো অনেকের চাকরি আর নেই, অনেকে পরিবারের কাছে লুকিয়ে গেছেন সেই খবর। রেস্টুরেন্ট ছোটোখাটো দোকানে কাজ করা কিছু মানুষ একদমই রাস্তায় বেড়িয়ে পড়েছেন কোথায় দুমুঠো খাবার পাওয়া যাচ্ছে খোঁজ নিতে। এই প্রসঙ্গে কর্মকর্তারা কি বলছেন জেনে নেওয়া যাক। আমরা অর্থাৎ স্মিতা ও আমি দেবায়ন দুজনে মিলে এক বেলা, দুপুরের খাবার এর ব্যবস্থা করবো বলে ঠিক করলাম। প্রজেক্ট এর নাম “অন্ন -মানুষ” বজবজে শুরু হলো কাজ। ৫০ জনের জন্য খাবার আয়োজন করা হলো। এলাকার শুভানুধ্যায়ী ও বন্ধুরা সহ আরো বহু মানুষ এক কথায় সাহায্যের জন্য এগিয়ে এলেন। অন্ন – মানুষ প্রজেক্ট এ এর পর থেকে ৫০ জন মানুষ প্রতিদিন লকডাউন ব্যাপী গত ২০ দিন ধরে আমাদের কাছে এসেছেন এবং অন্ন সংগ্রহ করেছেন।
ওনাদের এভাবে সহজ করে আসতে পারার মধ্যে কোনো কুন্ঠা আমরা রাখতে দিই নি। বিপদের সময় হাত বাড়ানো টাই স্বাভাবিক কারণ কোথাও তো একটা শুরু করতে হতো। সাধারণ মানুষের ভালোবাসায় আমরা আপ্লুত। যে সকল মানুষ এককথায় আমাদের পাশে থেকেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
Be First to Comment