সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা, ৪ জুলাই, ২০২৪। রাহুল দেব বর্মনের ৮৫ তম জন্মদিবস উপলক্ষ্যে এক সাংস্কৃতিক সান্ধ্য কালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ডি মিউজিক্যাল ট্রুপের পরিচালনায় কলকাতার এক হলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঙ্গীত শিল্পী রিমি দে পাত্র এবং সমীর পাত্রের তত্বাবধানে এক ছাদের তলায় বহু স্বনামধন্য শিল্পীদের হাজির করা হয়।
ভারতের সংগীত জগতের একটি স্বনামধন্য নাম রাহুল দেব বর্মন। সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে গান গাওয়া সেইসাথে প্রযোজনা যার ভূমিকা অপরিসীম। এদিন সংগীতশিল্পী রাহুল দেব বর্মনের ভক্ত সঙ্গীত শিল্পী রিমি দে পাত্র এবং সমীর পাত্রের যৌথ উদ্যোগে ধুমধাম আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনেরই গোটা সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন হয়। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটার বাদক স্বপন সেন, বিশিষ্ট সমাজ সেবক তথা লেখক ডঃ রাধাকান্ত সরকার, কিশোর কণ্ঠী শিল্পী সোমনাথ মুখার্জি এবং সংগীতশিল্পী দীনেশ হালদার।
এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী বাপ্পা মন্ডল, শিব শঙ্কর রায়, রানা ভট্টাচার্য, প্রসেনজিৎ চক্রবর্তী, প্রদীপ সাহা , রূপকথা বিশ্বাস, রবিন বিশ্বাস, জাহাঙ্গীর, লুকোচুরি ঘোষ , টিংকু দাস, সুকেশ নায়েক, নারায়ণ দে সহ বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। এই দিনের অনুষ্ঠানে নৃত্যশিল্পী স্মরণিকা পোদ্দার এবং সৌরজিৎ দাসের নৃত্য উপস্থাপনায় স্মরণ করা হয় ৯০ দশকের জনপ্রিয় রাহুল দেব বর্মন প্রযোজিত গান। এছাড়াও এই অনুষ্ঠানে বহু সংগীত প্রেমী মানুষেরাও সামিল হন। এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশিষ্ট বহু শিল্পীদের সম্মান জানানো হয়। তাদের একটি করে পুরস্কার প্রদান এবং মিষ্টি মুখের সাথে সম্পন্ন হয় গোটা অনুষ্ঠানটি। এমনকি অনুষ্ঠানের শুরুতে সংগীত শিল্পী রাহুল দেব বর্মনের ছবিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানটি।। আগামীতেও একইভাবে স্বনামধন্য প্রতিষ্ঠিত বিভিন্ন মঞ্চে প্রতিভাবান শিল্পীদের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিলেন উদ্যোক্তাদের।
Be First to Comment