বিশেষ প্রতিনিধি : কলকাতা/আগরতলা, ১৮ নভেম্বর, ২০২৪। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার ঐতিহ্য বজায় রেখে প্রত্যেক বছরের মত এই বছরেও আয়োজন করেছিল প্রাক পুজোতে ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ এবং প্রাক দীপাবলিতে ‘চমক ভরা ধনতেরাস’ ।
বিপুল সারা জাগানো এই উৎসব মুখর আয়োজনের মধ্যে ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ – ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৪ এবং ‘চমক ভরা ধনতেরাস’ – ২১ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৪ অব্দি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর সব শাখা-শোরুমে সফলতার নিদর্শন এ বাস্তবায়িত হয়।
প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহারের পাশাপাশি বিশেষ ছাড় এবং ডেইলি লাকি ড্র ও মেগা লাকি ড্রয়ের ব্যবস্থা ছিল।
দেশের গর্ব প্রখ্যাত খুদে দাবারু আর্শিয়া দাস-এর উপস্থিতিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৪’ ও ‘চমকভরা ধনতেরাস ২০২৪’ এর সব শাখা শোরুমের মেগা লাকি ড্র অনুষ্ঠিত হয়।
মেগা লাকি ড্র য়ের বিজয়ীরা হলেন-
১. সেবেরি দেববর্মা (G-1516)
২. রাজীব রুদ্র পাল (A-1230)
৩. রূপালী পাল (D-130)
আর্শিয়া এই পর্বে উপস্থিত থাকতে পেরে তার উৎসাহ প্রকাশ করেন এবং সমস্ত বিজয়ীদের অভিনন্দন জানান ।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা সমস্ত ক্রেতা বন্ধুদের সংস্থার পাশে সারা বছর থাকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “এই বছর, এই চমক আরো বিশেষভাবে আমাদের কাছে ধরা দিয়েছে – কারণ এটি ‘স্বর্ণ সম্ভার’ এর ২২তম সংস্করণ, একইসঙ্গে ‘চমক ভরা ধনতেরাস’-এর ১৯ তম বর্ষের সংস্করণের উৎযাপন।”। রূপক বাবু বলেন, “আমাদের এই যাত্রায় এটা উল্লেখযোগ্য এক মাইলফলক। আর যাঁদের সাহায্যে এটা সম্ভব হয়েছে তাঁদের নিয়ে উদযাপন করার মতো আনন্দ আর কোনো কিছুতেই হয় না। ত্রিপুরা এবং কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের সমস্ত গ্রাহক-বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। কারণ, গ্রাহকরা যেভাবে উৎসবের মরসুমের এই বিশেষ প্রমোশনে সাড়া দিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের তরফে আমরা ফের আশ্বস্ত করছি আগামী দিনে আরো ভালো পরিষেবা, গুণগতমান আর ন্যায্য মূল্য হিসেবে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সবসময় তাঁদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
উৎসব মরসুমের আমেজের রেশ রেখেই আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।
প্রখ্যাত খুদে দাবারু আর্শিয়া দাস-এর উপস্থিতিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর মেগা লাকি ড্র….।
More from GeneralMore posts in General »
- ইউসিএমএএস আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৪: বিশ্ব মানসিক গণিত প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী….।
- Restaurateurs Serve Up Festive Cheer This Christmas: NRAI Santa’s Cause….
- Princeton Club Becomes the Heart of Festive Cheer this Christmas….
- তুমি বহুরূপে সেজে এসো হাসি মজা দিয়ে শুধু ভালোবেসো…।
- Sau Saal Pehle: Sonu Nigam’s Homage to Mohammed Rafi on His 100th Birth Anniversary….
- দীর্ঘ প্রতিক্ষিত “রোগ পরিচয় ” বইটি প্রকাশিত হল !….
Be First to Comment