ইন্দ্রজিৎ আইচ : কলকাতা, ৪ অক্টোবর ২০২১। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দেরি নেই। হাতে গোনা আর মাত্র কয়েক দিন। আর বাঙালীর শারদ উৎসব মানেই পুজোর গান, গত ৩ অক্টোবর সন্ধ্যায় “সোহিনী সংগীত কলাভবনের” আয়োজনে উত্তর কলকাতার ফনিভূষণ যাত্রা মঞ্চে আকাশ মিউজিক থেকে প্রকাশিত হলো ৬ টি রবীন্দ্রসংগীতের এলবাম। সিডি গুলি হলো অন্তরা চক্রবর্তী ও প্রদীপ সাহু র “আমার পরান যাহা চায়”, শালিনী ঘোষের “নতুন আভরণে”, পিয়ালী বসুর দুটি সিডি ” মুক্তি এবং পরশমণি”, কৌস্তভ দাসের “জগৎ জুড়ে”, ও মনোনিতা পয়ড়া র “জোনাকি কী সুখে”। এই রবীন্দ্রসংগীতের সিডিগুলি উদ্বোধন করেন সংগীত পরিচালক কল্যাণ সেনবরাট, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী ভাস্কর ভট্টাচার্য ও আকাশ মিউজিক এবং সোহিনী সংগীতের কলা ভবনের কর্ণধার সঞ্জীব অধিকারী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অন্তরা চক্রবর্তী, প্রদীপ সাহু, শালিনী ঘোষ, পিয়ালী বসু, কৌস্তভ দাস, মনোনিতা পয়ড়া, সঞ্জীব অধিকারী, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য, অমিত দে, চিনু কাঞ্জিলাল, যুথিকা ঘোষ, চন্দনা চক্রবর্তী, গোপা দাস, সাগ্নিক চ্যাটার্জী, ছন্দা দেব, মিতালী ভট্টাচার্য, অভিষেক ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আবৃত্তি করেন লোপামুদ্রা সরকার।
সঞ্চালনায় ছিলেন আবির সেনগুপ্ত ও পারমিতা সরকার। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন সোহিনী সংগীত কলাভবন ও আকাশ মিউজিক এর কর্ণধার সঞ্জীব অধিকারী।
প্রকাশিত হলো আকাশ মিউজিকের পুজোর রবীন্দ্র সংগীতের সিডি প্রকাশ ও সোহিনী সংগীত কলাভবনের সংগীত সন্ধ্যা…..।
More from CultureMore posts in Culture »
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
More from MusicMore posts in Music »
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
- প্রেসক্লাবে বেস্ট ফ্রেন্ডস’ এর পোস্টার এবং গান প্রকাশ…।
- উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা….।
- ফলন ও লাভ বাড়ছে তাই রাজা পাট রোপনে উৎসাহ চাষিদের….।
Be First to Comment