ইন্দ্রজিৎ আইচ : কলকাতা, ৪ অক্টোবর ২০২১। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দেরি নেই। হাতে গোনা আর মাত্র কয়েক দিন। আর বাঙালীর শারদ উৎসব মানেই পুজোর গান, গত ৩ অক্টোবর সন্ধ্যায় “সোহিনী সংগীত কলাভবনের” আয়োজনে উত্তর কলকাতার ফনিভূষণ যাত্রা মঞ্চে আকাশ মিউজিক থেকে প্রকাশিত হলো ৬ টি রবীন্দ্রসংগীতের এলবাম। সিডি গুলি হলো অন্তরা চক্রবর্তী ও প্রদীপ সাহু র “আমার পরান যাহা চায়”, শালিনী ঘোষের “নতুন আভরণে”, পিয়ালী বসুর দুটি সিডি ” মুক্তি এবং পরশমণি”, কৌস্তভ দাসের “জগৎ জুড়ে”, ও মনোনিতা পয়ড়া র “জোনাকি কী সুখে”। এই রবীন্দ্রসংগীতের সিডিগুলি উদ্বোধন করেন সংগীত পরিচালক কল্যাণ সেনবরাট, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী ভাস্কর ভট্টাচার্য ও আকাশ মিউজিক এবং সোহিনী সংগীতের কলা ভবনের কর্ণধার সঞ্জীব অধিকারী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অন্তরা চক্রবর্তী, প্রদীপ সাহু, শালিনী ঘোষ, পিয়ালী বসু, কৌস্তভ দাস, মনোনিতা পয়ড়া, সঞ্জীব অধিকারী, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য, অমিত দে, চিনু কাঞ্জিলাল, যুথিকা ঘোষ, চন্দনা চক্রবর্তী, গোপা দাস, সাগ্নিক চ্যাটার্জী, ছন্দা দেব, মিতালী ভট্টাচার্য, অভিষেক ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আবৃত্তি করেন লোপামুদ্রা সরকার।
সঞ্চালনায় ছিলেন আবির সেনগুপ্ত ও পারমিতা সরকার। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন সোহিনী সংগীত কলাভবন ও আকাশ মিউজিক এর কর্ণধার সঞ্জীব অধিকারী।
প্রকাশিত হলো আকাশ মিউজিকের পুজোর রবীন্দ্র সংগীতের সিডি প্রকাশ ও সোহিনী সংগীত কলাভবনের সংগীত সন্ধ্যা…..।

More from CultureMore posts in Culture »
- কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ প্রদান….।
- লেকটাউনের মাণিক্য মঞ্চে মহানায়ক উত্তমকুমারকে নিয়ে এস এন মিউজিকের শ্রদ্ধার্ঘ্য ‘চিরদিনের উত্তম’….।
- শারদীয়া উৎসবের আগে নৌকো বাইচ প্রতিযোগিতা হলো বিদ্যাধরী নদীতে….।
- TV9 বাংলা ও পালস ক্যান্ডির সঙ্গে মেতে উঠুন পুজোর আনন্দে…।
- দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপূজা ও কালী পূজা কমিটির আয়োজনে সোনা ঝুড়ি হাট…..।
- Curtain Raiser of Hari Om Smiles presents Rubaru 2.0 by Monica Singhal….
More from MusicMore posts in Music »
- পঞ্চাশের দশকে সঙ্গীত পরিচালক, সুরকার এবং গায়ক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম আকাশস্পর্শী ছিলো….।
- কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ প্রদান….।
- লেকটাউনের মাণিক্য মঞ্চে মহানায়ক উত্তমকুমারকে নিয়ে এস এন মিউজিকের শ্রদ্ধার্ঘ্য ‘চিরদিনের উত্তম’….।
- সুচিত্রা মিত্রের জন্ম হয়েছিল চলন্ত ট্রেনে, তাই তিনি প্রায়ই ঠাট্টা করে বলতেন, আমি তো জন্ম থেকে যাযাবর….।
- শুভলক্ষ্মীর হিন্দিতে গাওয়া ভজনগুলি তাঁকে দক্ষিণ ভারতের গণ্ডি থেকে বের করে এনে সারা দেশে পরিচিতি দেয়….।
- “অনেক দিনের আমার যে গান” এক সন্ধ্যায় স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শহর কলকাতায়….।
Be First to Comment