Press "Enter" to skip to content

পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব ভারতীয় নব নির্মাণ সেনা…..।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ অক্টোবর ২০২১। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। একদিকে দিনে দিনে দুর্মূল্য হচ্ছে পেট্রোল, ডিজেল। অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিত্তনৈমিত্তিক জিনিসে র প্রত্যহ দাম বাড়ছে।

মধ্যবিত্তদের পকেটে টান। নিম্ন মধ্যবিত্তরা আগামী দিনে কি করে এই জীবন সংগ্রামে টিকে থাকবেন তা নিয়েই তাদের রাতের ঘুম ছুটেছে।
পাশাপাশি দাম বাড়ছে রান্নার গ্যাসের। লাফিয়ে লাফিয়ে যেভাবে দাম বাড়ছে গ্যাসের তাতে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে আগামী দিনে হাঁড়ি চড়বে কি না সেটাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা সমাজকর্মীরা মনে করি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কথা একবারের জন্য ও ভাবে না।

তারা শুধুমাত্র একশ্রেণীর পুঁজিপতিদের খুশি করতে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে। আখেরে পুঁজিপতিরাই বিজেপির এই রাজত্বে লাভবান হয়েছেন একথা সবার জানা। একের পর রাষ্ট্রায়ত্ত শিল্প বিলগ্নিকরণের মাধ্যমে দেশকে শেষের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি। ধনীরা দিনের পর দিন আরও ধনী হয়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তরা দারিদ্রতার নিম্নসীমায় এসে ঠেকেছে।

এমত অবস্থায় আমরা সমাজকর্মীরা চুপ করে বসে থাকতে পারি না।
গত করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি এ রাজ্যের নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। রেশন সামগ্রী থেকে শুরু করে তাদের জন্য বিভিন্ন জনমুখি প্রকল্প এনে যাতে নিম্নবিত্ত মানুষেরা দুবেলা-দুমুঠো খেতে পারেন, মাথায় ছাদ পেতে পারেন তার জন্য রাজ্য সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। আর এই সরকারই যেন আগামীর স্বপ্ন দেখাচ্ছে ভারতবাসীর কাছে। পশ্চিমবঙ্গ সরকারই যেন রোল মডেল হয়ে উঠেছে আগামীর ভারতের। তাই আমাদের এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরাও চাইছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেশের অভিভাবক হয়ে দায়িত্ব নিন।


আমরা আমাদের প্রতীকি প্রতিবাদের মাধ্যমে মানুষকে পেট্রোল ঋণ দেওয়া ও প্রতিশ্রুতি আদায়ের মধ্যে দেশের আগামী ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষেত্রে একধাপ এগিয়ে রইলাম এ কথা সাংবাদিকদের জানালেন, অখিল ভারতীয় নব নির্মাণ সেনা র সভাপতি বুম্বা মুখার্জী। বুম্বা বাবু আরও বলেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন ভাবুন। নোট বন্দি থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে কেন্দ্রের মুখ ফেরানো। আমফান থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে, টিকা প্রদানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রের বিমাতাসুলভ আচরণ। তাই আমরা এই বিজেপি সরকার আর চাইনা। আমরা চাই আগামী দিনে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন দেশনেত্রী হয়ে।

আর তাই মানুষজনের কাছ থেকে আমরা প্রতীকী পেট্রোল ঋণ দানের মাধ্যমে প্রতিশ্রুতি আদায় করলাম। কারণ এই প্রতিশ্রুতি আগামীর ভারতের স্বপ্ন সফল করবে।

 

More from GeneralMore posts in General »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.