গোপাল দেবনাথ : কলকাতা, ৪, সেপ্টেম্বর, ২০২০। নীতিনের একটি নতুন হিন্দি সিঙ্গল “ইনসান” তাঁর ইউটিউব চ্যানেল নীতিন দ্য মিউজিকাল লয়্যার এ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন এবং সুর করেছেন নীতিন নিজেই। তবে গানের কথা অরুণ তালওয়ার লিখেছেন। যিনি বিজ্ঞাপনের জগতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং পাশাপাশি অভিনয়ও করেছেন। এমনকি তিনি নীরাজ পান্ডের এম এস ধোনি ছাড়াও মন নিয়ে কাছাকাছি, গোয়েন্দা গিন্নি, প্রেমের কাহিনী এবং পটল কুমার গানওয়ালা এর মতো জনপ্রিয় দৈনিক ধারাবাহিক গুলোতে দক্ষতার সাথে অভিনয় করেছেন। নীতিন গত দশ বছরের বেশি সময় ধরে গান করছেন। ইনসান গানটি মানব জাতিকে মানুষের মতো কাজ করার আহ্বান জানায় যা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে বিবেচিত হয়। আমরা মানুষেরা দূষণের কারণেই পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি এবং কোভিড ১৯-এর এই মহামারীতে মানুষ যখন ঘরে বসে সীমাবদ্ধ থাকে তখন পৃথিবী নিরাময় করে। ধর্ম, শক্তি ও রাজনীতির নামে আমরা আমাদের মানব জাতিকে ধ্বংস করে দিচ্ছি। সময় আমাদের ক্রিয়াকলাপগুলিতে অন্তর্নিহিত হতে পারে এবং হিন্দিতে যাকে আমরা “ইনসান” নামে অভিহিত করি তারা যেন সত্যিকারের মানুষের মতো আচরণ শুরু করি, আর তা না হলে পৃথিবী আর বাসযোগ্য থাকবে
না। নীতিন বলেছেন, “এটি বর্তমান সময়ের জন্য একটি উপযুক্ত গান। এই গান পৃথিবীতে মানুষের যে চূড়ান্ত ক্ষতি হয়েছে তা নিয়ে কথা বলে। আগামী প্রজন্মের কথা ভেবে পৃথিবীর যত্ন নেওয়ার কথা বলে”। এন কে প্রোডাকশন এর ব্যানারে ইনসান গানটি গত ৩০শে আগস্ট নীতিনের ইউ টিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
পৃথিবীর জন্য “ইনসান” গানটি গাইলেন আইনজীবি,গান লিখলেন অভিনেতা………
More from GeneralMore posts in General »
- ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে আসানসোলের পিঙ্কি ও রাহুলের উদ্যোগ….।
- ঔষধ প্রস্তুতকারী সংস্থা দাভা ইন্ডিয়ার নতুন পদক্ষেপ “স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স”…।
- মধ্যকলকাতার শিবচক ক্লাবের সৌজন্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আয়োজন….।
- IIHMR Delhi Hosts Industry-Academia Confab on December, 2024, Launches Two New AICTE-Approved Online PG Certificate Programs…..
- শিশু দিবস উদযাপনে নোপানি হাইস্কুল….।
- অল ইন্ডিয়া ইউকো ব্যাংক দিব্যাংজন এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করল…।
Be First to Comment