নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২০ ফেব্রুয়ারি, ২০২২। ‘তুমি অনন্যা ২০২২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পৃথা’স কালেকশন ও সারাদিন বাংলা টিভি-র যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘তুমি অনন্যা ২০২২’। সারা বাংলা ব্যাপী প্রতিযোগীদের নিয়ে আয়োজিত হবে ‘তুমি অনন্যা ২০২২’। এখানে অংশগ্রহণ করবেন মডেল, মেকাপ আর্টিস্ট, জুয়েলারি ডিজাইনার। ১৯ ফেব্রুয়ারি শনিবার ‘তুমি অনন্যা ২০২২’-এর আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধন হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথা’স কালেকশন-এর কর্ণধার শ্রীমতি শিবর্পিতা, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন-এর সভাপতি শ্রী সঞ্জীব আচার্য , বিশিষ্ট অভিনেতা শুভ্রজিৎ দত্ত, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, বাচিক শিল্পী শ্রীমতি মল্লিকা ঘোষ, টিভির পর্দায় জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বোস, সারাদিন বাংলা টিভি-র কর্ণধার সুরজিৎ দত্ত।
এই অনুষ্ঠানের আয়োজকরা জানালেন, আপনারাও অংশগ্রহণ করতে পারেন ‘তুমি অনন্যা ২০২২’-এ। বিস্তারিত জানতে চোখ রাখুন সারাদিন বাংলা টিভি-র Facebook, YouTube এবং Portal- www.saradinbanglatv.com-এ।
Be First to Comment