ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : পূর্বস্থলী, ১৬ নভেম্বর, ২০২৪।
হিন্দুদের সব দেব দেবীর এখানে পুজো হয় ৷ কোন মন্ডপে কোন ঠাকুরের পূজা হবে সেটা নির্দিষ্ট ৷ ব্যান্ডেল -কাটোয়া শাখার পূর্বস্থলী স্টেশনে এলে চুপীর পাখিরালয়ের আগে পর্যন্ত অনেক প্রতিমা দর্শন করতে পারবেন ৷ বিভিন্ন দেব দেবীর নানা রূপ ও পুরাণ কাহিনী চোখের সামনে ভেসে উঠবে সুপ্রাচীন পূর্বস্থলীর কার্তিক লাড়াইয়ে ৷ এখানে দেখা যাবে গণেশ জননী , কাত্যায়ণী , গঙ্গা , অকাল বোধন , মহীরাবণ বধ , রাম -রাবণেরযুদ্ধ , রাম সীতা , লক্ষ্মী নারায়ণ , ষষ্ঠী , অন্নপূর্ণা ,
কৈলাস খন্ড , রাজা কার্তিক , বালক কার্তিক , অনন্ত শয্যা , মহিষাসুরমর্দ্দিনী , বিন্ধ্যবাসিনী , রণচন্ডী , মনসা , গৌরাঙ্গিনী , বজরংবলী , রক্ষা কালী , মুক্তোকেশী ,
শিব দুর্গা , সন্তোষী মাতা , শ্মশান কালী , কৃষ্ণ কালী , ভারত মাতা , পরশুরাম , রাধা -কৃষ্ণ , হর হরি , হর-পার্বতী , শ্রীচৈতন্য দেব সহ প্রায় সব দেব দেবী ৷
হিন্দুর যুদ্ধদেবতা কার্তিকেয় বা কার্তিক হলেন শিব ও দুর্গার কনিষ্ট পুত্র ৷ তবে, পূর্বস্থলীর কার্তিক পুজো ভিন্ন আঙ্গিকের ৷এখানে কার্তিক ঠাকুর কমই হয় ৷ হয় হিন্দুর প্রায় দেবদেবীর আরাধনা ৷ একেক মন্ডপে নির্দিষ্ট এক এক দেবতা বা দেবীর পুজো বছরের পর বছর হয়ে আসছে ৷পূর্বস্থলী , চুপী , কাষ্ঠশালী , পলাশপুলি , নবপল্লী , সাঁজিয়ারা , কুঠুরিয়া এমনকি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর এবং গঙ্গার অপর পাড়ের ইদ্রাকপুর ও গঞ্জডাঙ্গায় এটাই প্রধান উৎসব সব মিলিয়ে ৩০০পুজো হয় ৷ শুধু পূর্বস্থলী অঞ্চলেই কমপক্ষে ১৫০ পুজো হয় ৷
বলা হয় কার্তিক সংক্রান্তির এই সময় দেবলোক মর্ত্যে নেমে আসতে চায় ৷ তাই , নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্বস্থলীর তৎকালীন পন্ডিতরা এখানে কার্তিক পুজোয় নানা দেবদেবীর আরাধনা শুরু করেন ৷ আবার নবদ্বীপের রাসে হরেক দেবদেবীর পুজোর অনুকরণে এখানে পুজো চালু হয়ে থাকতে পারে ৷ যাহোক ১৫০ বছরের বেশী এখানে কার্তিক পুজো হচ্ছে ১৫০ মন্ডপে ৷ মন্ডপ , আলোকসজ্জাও দেখার মত ৷ বিভিন্ন দেবদেবীর হয় একেক ভাবে পুজো ৷ বিসর্জনে গোলমালের জন্য ইদানিং কার্তিক লড়াই সেভাবে হয়না ৷ অন্যান্য জায়গার মত মন্ত্রী থেকে অভিনেতা অভিনেত্রীরা পুজো উদ্বোধন করেন ৷ বহু পুজোয় দশ লক্ষ টাকার চেয়ে বেশি খরচ হয়। তবে সবটাই শোনা কথা।
অনেক দেবদেবী জাগ্রত বলে বিশেষ খ্যাতি থাকায় পুজো দেখতে দারুন ভীড় হয় ৷এমনই একটি “কাষ্ঠশালী ঘোষ পাড়ার মা মুক্তোকেশী ” ! অত্যন্ত জাগ্রত বলে খ্যাত মুক্তোকেশীর পুজো দেখতে দেশবিদেশ থেকে হাজারো মানুষের আগমন ঘটে৷ হত্যে দেওয়া , ধুনুচি পোড়ানো , দন্ডি কাটা ও বলি হয় ৷ হাজারো মানুষ উপবাস থেকে মায়ের পুজো দেন !
পূর্বস্থলীর বৃহত্তম উৎসব কার্তিক পূজা…..।
More from GeneralMore posts in General »
- মধ্যকলকাতার শিবচক ক্লাবের সৌজন্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আয়োজন….।
- IIHMR Delhi Hosts Industry-Academia Confab on December, 2024, Launches Two New AICTE-Approved Online PG Certificate Programs…..
- শিশু দিবস উদযাপনে নোপানি হাইস্কুল….।
- অল ইন্ডিয়া ইউকো ব্যাংক দিব্যাংজন এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করল…।
- Health Experts Call for Urgent Action Against Microplastics and Plastic Waste Impacting Public Health….
- তৃতীয় চন্দ্রকলা নৃত্য উৎসব-২০২৪….।
Be First to Comment