পারিজাত মোল্লা : ১১ জুলাই, ২০২১। গত ১০ জুলাই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ব্লক অফিসে দোতলায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের তরফে এক শান্তি বৈঠক চলে।উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিডিও জগদীশ চন্দ্র বারুই, আইসি পিন্টু মুখার্জি, বিধায়ক অপূর্ব চৌধুরী প্রমুখ। এই শান্তি বৈঠকে যোগ দিয়েছিলেন মঙ্গলকোটের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম- মোয়াজ্জেনরা।আসন্ন রথযাত্রা এবং কুরবানী উৎসবের প্রাক্কালে আইনশৃঙ্খলা সুনিশ্চিত রাখার সভা ছিল এটি।মঙ্গলকোট আইসি পিন্টু মুখার্জি বলেন -” উৎসবের দিন বিভিন্ন সড়কমোড়ের পাশাপাশি মন্দির – মসজিদগুলির সামনে পুলিশ কর্মীরা নজরদারি চালাবেন, যাতে কোন অশান্তি দানা না বাঁধে “। অপরদিকে মঙ্গলকোট বিডিও জগদীশ চন্দ্র বারুই বলেন – ” আমরা প্রশাসনের তরফে পুরোহিত ও ইমামদের কাছে শান্তি ও সৌভাতৃত্ববোধের দায় দায়িত্ব পালনে অনুরোধ জানিয়েছি”। জানা গেছে, রথযাত্রার দিন বাইরে ঘুরবেনা রথ পাশাপাশি কুরবানির দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দায়বদ্ধ হতে হবে এলাকাবাসীদের কে।সর্বপরি মারণ ভাইরাস করোনা স্বাস্থ্যবিধি বজায় রেখে চলতে হবে স্থানীয় বাসিন্দাদের।
পুরোহিত ও ইমামদের নিয়ে বৈঠক মঙ্গলকোটে…..।
More from GeneralMore posts in General »
- নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামা….।
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
Be First to Comment