Press "Enter" to skip to content

পুরস্কার প্রাপ্ত সিনেমা ‘এভাবেই গল্প হোক’…”।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ মে ২০২১। চিত্র পরিচালক অভিজিৎ মুখোপাধ্যায়ের পরপর তিনটি ছবি বক্স অফিসে ব্যর্থতার সম্মুখীন হওয়ার পর তিনি অগ্রসর হন তার নতুন ছবি পরিচালনায়, সিদ্ধার্থ বন্দোপাধ্যায় রচিত  উপন্যাস ‘একটি অসমাপ্ত গল্প’ অবলম্বনে|

তিনি অঞ্জন নামক এক কার্যনির্বাহী প্রযোজকের সান্নিধ্যে আসেন গল্পটি সম্মন্ধে তার মতামত শোনার জন্য।

অঞ্জন বাবুর কিছু দ্বিধা থেকে যায় ছবিটি নিয়ে। দর্শক কি এমন একজন পরিচালকের কাছ থেকে একটি নিছক প্রেমের গল্প গ্রহণ করবে যে আজ পর্যন্ত শুধুই রহস্য রোমাঞ্চকর গল্প পরিচালনা করেছেন? অভিজিৎ বাবু গল্পটি বলতে শুরু করেন এবং গল্প যত এগোতে থাকে আমরা দেখতে পাই প্রযোজক আশ্চর্য হয়ে ওঠেন দেখে যে এই গল্পের কোনো শেষ নেই! পরিচালক সেই অসমাপ্ত গল্প শুনিয়ে প্রযোজকের কাছে অনুরোধ করেন যাতে তিনি লেখক কে খুঁজে বের করে এই গল্পটি শেষ করার ব্যবস্থা করেন। গল্পটির লেখক কে? গল্পটি কি তার আত্মকথা? গল্পের শেষ কী হতে চলেছে ? পরিচালক কি শেষমেষ ছবিটি বানিয়ে উঠতে পারবেন ? জীবন মাঝেমধ্যে আঁকাবাঁকা পথ ধরে আমাদের কিছু দুর্বোধ্য চৌরাস্তার মোড়ে এনে দাঁড় করায়।


এই চলচ্চিত্রটি তৈরী এই গল্পের প্রেক্ষিতে। গল্পটি লেখকের কিছু গুরুত্বপূর্ণ ভাবনাকে তুলে ধরে। লেখক বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে আমরা মাঝেমধ্যে বিশেষ কোনো ব্যক্তিকে খুঁজে পাই। এমন একজন যার সাথে বাকিদের তুলনা হয় না।  কিছু ব্যবধান থেকে যায় যা কখনোই পূরণ হয় না।  সেগুলো থেকে যাবে আমার মধ্যে। কিছু গল্প রয়ে যায় যার কোনো শেষ নেই। কিছু গল্প সর্বদাই আগামীর দিকে ধাবন করে। তাহলে এখন থেকেই শুরু করা যাক এই গল্প। তাহলে আজ ‘এভাবেই গল্প হোক’…”
রোহন সেন পরিচালিত দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী ছবিটিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত,  শাস্বতী গুহঠাকুরতা এবং প্রয়াত মৃনাল মুখোপাধ্যায়ের মতো অভিজ্ঞ অভিনেতারা। আনন্দ এস. চৌধুরী এবং বিবৃতি চট্টোপাধ্যায়ের সম্ভাবনাপূর্ন অভিনয় এবং রূপাঞ্জনা মিত্রের বিশেষ উপস্থিতি দর্শকের মনে দাগ কেটে যায়। রূপঙ্কর বাগচী, অমৃতা দে এবং কিঞ্জল চট্টোপাধ্যায়ের কণ্ঠে অনবদ্য কিছু গান ছবিটিতে অন্য মাত্রা যোগ করেছে।

এই সিনেমাটি KLIKK ও টি টি প্লাটফর্মে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার এ দেখা যাবে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.