বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১ অক্টোবর ২০২৪। ট্যাপশন মিডিয়া নিবেদিত, কুণাল সাহা ও নীতু সাহা প্রযোজিত বাচ্চাদের মিউজিক ভিডিও অ্যালবাম ‘পুজো এলো’ র উদ্বোধন হলো। ৩০ সেপ্টেম্বর সোমবার, কলকাতা প্রেস ক্লাবে বিধায়ক মদন মিত্র ও এক ঝাঁক কচিকাঁচার উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই অ্যালবামের গান লিখেছেন অভিজিৎ পাল। পরিচালক দেবাঞ্জন চন্দ্র। নৃত্য পরিচালনায় ম্যাক্স। অভিনয় করেছে ক্ষুদে শিশু শিল্পীরা।
আগামী ২ অক্টোবর মহালয়ার দিন থেকে মেট্রো স্টেশনে এই ভিডিও দেখা যাবে।
Be First to Comment