কলকাতার নাগরিকেরা এখন তাদের গাড়ির ফাস্ট্যাগ ব্যবহার করে হাওড়া রেল স্টেশনের পার্কিং স্পটে পার্কিং ফি দিতে পারবেন
নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ অক্টোবর,২০২৪: পার্ক + হল গাড়ির মাালিকদের জন্য একটি সুপার অ্যাপ। এই সংস্থা আজ ঘোষণা করল যে তারা কলকাতায় সর্বপ্রথম ফাস্ট্যাগ কাজে লাগানো যায় এমন পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে হাওড়া রেলওয়ে স্টেশনে। সাধারণ গাড়ির মালিকেরা এবং বাণিজ্যিক গাড়িও এখন থেকে তাদের গাড়ির ফাস্ট্যাগ ব্যবহার করে হাওড়া স্টেশনের পার্কিং লটে পার্কিং ফি দিতে পারবেন। কলকাতায় এধরনের উদ্যোগ এই প্রথম।
নাগরিকেরা তাদের স্মার্টফোনে পার্ক+অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিতে পারেন কোথায় পার্কিং স্পট আছে, সেই স্পট তাঁরা বুক করতে পারেন এবং পার্কিং স্পটের জন্য টাকাও মিটিয়ে দিতে পারেন। এছাড়াও তারা পার্ক+ অ্যাপে পাবেন ফাস্ট্যাগ রিচার্জ পরিষেবা, পেতে পারেন কার ইনসিওরেন্সের খোঁজ, নিতে পারেন সবচেয়ে কুম সুদে গাড়ির কেনার জন্য ঋণ, গাড়ির মেনটেন্যান্স পার্টনার খুঁজে নিতে পারেন, ডিসকাউন্ট পাওয়া যাবে এমন ফুয়েল ভাউচার কিনতে পারেন, এবং তাদের চালানগুলো কোথায় কীভাবে রয়েছে তার খোঁজ রাখতে পারেন।
ফাস্ট্যাগ ব্যবহার করা যায় এমন পার্কিং সিস্টেম্
● হাওড়া স্টেশনের পার্কিং এরিয়ায় গাড়ি রাখুন
● পরে নির্ঝঞ্ঝাটে/কোনও লোকের হস্তক্ষেপ ছাড়াই গাড়ি চালিয়ে বেরিয়ে যান, আপনার ফাস্ট্যাগ থেকে স্বয়ংক্রিয়ভাবেই টাকা কাটা হয়ে যাবে
এই পার্টনারশিপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অমিত লাখোটিয়া, প্রতিষ্ঠাতা ও সিইও, পার্ক+ বলেন,
‘যারা গাড়ির মালিক তাদের গাড়ি ব্যবহারের অভিজ্ঞতাকে সুখকর করে তুলতে সমমনস্ক সংগঠনগুলির সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলতে সচেতন প্রচেষ্টা চালাচ্ছে পার্ক+। এই স্ট্র্যাটেজির অংশ হিসাবে আমরা একসঙ্গে কাজ করব হাওড়া পুলিশের সঙ্গে। এতে আমরা খুবই উদ্দীপ্ত। হাওড়া পুলিশের সহযোগিতায় আমরা আমাদের স্মার্ট পার্কিং পরিষেবা নিয়ে আসছি কলকাতায়— হাওড়া রেলওয়ে স্টেশনে। পার্ক+এ আমরা এমন একটা কাজের পরিকল্পনা করেছি যা একই সঙ্গে যন্ত্রণাকর এবং কিছুটা ভয় জাগানো —আমরা চাইছি একটা নিরাপদ/সহজে ব্যবহার করা যায় এমন পার্কিং স্পট খুঁজে বের করতে এবং সেটিকে করে তুলতে চাইছি অনায়াসে ব্যবহারের উপযোগী। পার্ক+অ্যাপ ডাউনলোড করে শহরের নাগরিকেরা তাদের ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন, কার ইনসিওরেন্সের খোঁজ পাবেন, গাড়ি কেনার জন্য ঋণ নিতে পারবেন, গাড়ি রক্ষণাবেক্ষণের পার্টনারের খোঁজ পাবেন, পার্কিং স্পট খুঁজে পাবেন এবং তাদের চালানেরও খোঁজ করতে পারবেন। এছাড়াও, আমাদের পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমে ফাস্ট্যাগ কাজ করে। সেকারণে সেই সিস্টেমে গাড়ির মালিকেরা তাদের ফাস্ট্যাগ বব্যবহার করে পার্কিং ফি-ও দিতে পারেন। কলকাতার সব গাড়ির মালিকেরা যাতে পার্কিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পান সেটাই আমাদের লক্ষ্য। এবং আমরা আমাদের স্মার্ট পার্কিং পরিষেবাকে আগামী ৩-৪ মাসে আরও ব্যাপক হারে ছড়িয়ে দিতে চাই।’
পার্ক+ এর সুবিধা:
● আপনার যেসব চালানের টাকা বকেয়া সেগুলির বিষয়ে অনলাইনে খোঁজ নিয়ে দরকারে সেই টাকা মিটিয়ে দিন
● পার্ক+ ব্যবহার করে ডিসকাউন্টে কিনুন পেট্রোল/ডিজেল,এবং সারা ভারতের ইন্ডিয়ান অয়েলের যে কোনও পেট্রোল পাম্পে সেগুলি কাজে লাগান। এছাড়াও পান অতিরিক্ত আকর্ষণীয় সব অফার।
● কোনও রকম ফি না দিয়েই ফাস্ট্যাগ কিনুন এবং রিচার্জ করুন।
● নিজের স্বপ্নের গাড়িটা বেছে নিনি, টেস্ট ড্রাইভের জন্য বুক করুন, এমনকী দরকারে গাড়ি কেনার ঋণও পাবেন। সবটাই হয়ে যাবে মাউজের তিনটি ক্লিকে।
About Park+
Founded in 2019 by Amit Lakhotia, Park+ is a super app for car owners that solves the daily challenges faced by car owners – ranging from parking, FASTag management, car insurance, automated vehicle access control systems and EV charging stations. Backed by Sequoia Capital and Matrix Partners, Park+ today hosts India’s largest community of car owners on its platform. Park+ is present in 5,000+ residential societies, 250+ offices and 50+ malls across 30+ Indian cities, including Delhi NCR, Bangalore and Mumbai. For more information, please visit: https://parkplus.io/
Be First to Comment