Press "Enter" to skip to content

পশ্চিমবঙ্গ তপশীলি জাতি আদিবাসী সমাজকল্যান সংস্থা ও নিউব্যারাকপুর আম্বেদকর কালচারাল কলেজ যৌথভাবে উদযাপন করলো সম্মাননা প্রদান ও প্রজাতন্ত্র দিবস…..।

Spread the love

বিশেষ প্রতিনিধি : ২৭, জানুয়ারি, ২০২১। পশ্চিমবঙ্গ তপশীলি জাতি আদিবাসী সমাজকল্যান সংস্থা ও নিউব্যারাকপুর আম্বেদকর কালচারাল কলেজ যৌথভাবে পালন করলো আমাদের দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস। আম্বেদকর কালচারাল কলেজ ও পশ্চিমবঙ্গ তপশীলি জাতি আদিবাসী সমাজকল্যান সংস্থার বাৎসরিক মিলন উৎসবও ওইদিন আম্বেদকর ভবনে অনুষ্ঠিত হলো। জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার পদাধিকারী সহ সদস্যগণ। এরপর অনুষ্ঠিত হলো আলোচনাসভা, বিষয় ছিল : সংবিধান রচনা ও গণপরিষদে গ্রহণ, বাবাসাহেব আম্বেদকর এবং মহাপ্রান যোগেন্দ্রনাথ স্মরণ। বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের স্মারক সস্মান জ্ঞাপন করা হয়।

এ ছাড়াও ছিল বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় ছিল আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক, বাদ্যসঙ্গীত। পরবর্তী পর্যায়ে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সন্মান জানানো হয়। সন্মান প্রাপকরা হলেন, আম্বেদকর সমাজ আচার্যঃ ডঃ অরূপ মিত্র-বৈজ্ঞানিক ও আধ্যাত্ববাদী সাধক। মহাপ্রাণ স্মারক সন্মানে ভূষিত হনঃ ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী -প্রতিষ্ঠাতা,বিশ্ব সেবাশ্রম সংঘ, আচার্য ডঃ গোপাল ক্ষেত্রী-সম্পাদক ভবা পাগলা মহা সম্মেলন, সুনির্মল দাস-সম্পাদক হৃদয়পুর আম্বেদকর মিশন, রামেশ্মর বন্দ্যোপাধায়- সমাজদরদী, প্রদীপ বড়াল -সংগঠক সাংবাদিক, সুনিতা মণ্ডল–শিল্পী, সন্মেলন বিশ্বাস-প্রতিভাধর শিল্পী, ডঃ মানবেন্দ্র ভৌমিক -সংগঠক ও আইনউপদেষ্টা, তরুণ সেন- সমাজ দরদী ও সংগঠক।


মহাপ্রাণ সাহিত্য সন্মান পেয়েছেন পৃথ্বীরাজ সেন- বিশ্বখ্যাত সাহিত্যিক, দেবকন্যা সেন- শিক্ষাবিদ সংগঠক ও সম্পাদক, মিলন বসু- নাট্যব্যক্তিত্ব, সমীর বন্দ্যোপাধ্যায়-সাংবাদিক, অলোক দত্ত- কবি, তৃপ্তি ভট্টাচার্য্য-কবি, কৃষ্ণা দাস -লেখিকা ও বিশিষ্ট আইনজীবি, ইন্দ্রজিৎ আইচ-কবি ও সাংবাদিক। আম্বেদকর সমাজ সন্মান প্রাপক ছিলেনঃ বঙ্কিম বিশ্বাস-দুর্গানগর ফ্রেন্ডস মিশন, ডঃ রতন বাড়ই- শিক্ষাবিদ ও প্রধান শিক্ষক, দীপা দাস- শিল্পী সংগঠক, কামাল হোসেন-চিত্র পরিচালক, দশরথ হেমরন- প্রশাসক, দেব দত্ত-কবি ও শিক্ষানুরাগী।

সমগ্ৰ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন নিউব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি , নিউব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন, আম্বেদকর কালচারাল কলেজ। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন শ্রী সুখেন মজুমদার- আম্বেদকর সমাজ আচার্য। এ ছাড়াও ছিলেন শ্রী গুরুপদ সরকার – সভাপতি পঃ বঃ তঃ জাঃ আদিবাসী সমাজকল্যান সংস্থা, ডঃ নিখিল চন্দ্র হালদার- পরীক্ষা নিয়ামক কলেজ সার্ভিস কমিশন, ডঃ রতন বাড়ই- প্রধান শিক্ষক, সম্পাদক ডঃ বি আর আম্বেদকর বিএড কলেজ। অনুষ্ঠান মাঝে আবৃত্তি পরিবেশন করেন জয়া বসু- অধ্যক্ষা, আম্বেদকর কালচারাল কলেজ, সুস্মিতা সুকুল, অরিপ্রীয়া বসু, ইন্দ্রজিৎ আইচ, বিজয় শেঠ, অশোক মুরমু, দীপক ভট্টাচার্য, সুজিত চক্রবর্তী সহ বিশিষ্ট জন।।

সঙ্গীত পরিবেশন করেন দিপ্তী গুহ অধ্যাপিকা ACC, দীপা দাস অধ্যাপিকা ACC, লীলাবতী বিশ্বাস, সহকারী অধ্যক্ষা ACC, সুকন্যা সেন, কণক ভৌমিক, সম্মেলন বিশ্বাস, বলাইপদ বিশ্বাস, অরবিন্দ বসাক, মানস বিশ্বাস। আদিবাসী নৃত্য পরিচালনায় ছিলেন দীপা দাস,ঋষা ভৌমিক, দিশা ভৌমিক, দিশা দাস। শ্রুতি ণাটক-‘হৃদমাঝারে’ অংশগ্রহণ করেন -রুপা মণ্ডল সৌমেণ মণ্ডল, দেবিকা ব্যানার্জি শম্ভুনাথ ব্যানার্জি-প্রবাহ, সুকান্ত ঘোষ, চিন্ময় দাস, গণন সিং,সায়ন্তন কর্মকার, বিশ্বজিত দাস, সুব্রত বিশ্বাস, সঞ্জীব হালদার, শুভ্রা চ্যাটার্জি, কৃষ্ণ বালা, বিশ্বনাথ সাউ-নাট্য পাঠ, বিশ্বজিৎ দত্ত-অভিনয়, ধ্রুব ব্যানার্জি-অভিনয়, নাটক বিভাগের অধ্যাপক মিলন বসুর শিক্ষা খুবই প্রশংসনীয়। বাদ্যসঙ্গীতে সুনিতা মণ্ডল, সানু সেন, সম্মেলন বিশ্বাস সকলের মন জয় করে নেন।


সঞ্চালনা,পরিকল্পনা ও রুপায়নে ছিলেন আচার্য্য হরেন্দ্র নাথ মণ্ডল, জগদীশ হীরা, অজয় রায়, রামেশ্বর বন্দপাধ্যায়, শৈলেন ঘোষ, মানস চন্দ্র, স্বপ্না বিশ্বাস, কল্যাণ বিশ্বাস, সন্দীপ বসু, সীতাংশু গুহ, হরিদাস বালা,খগেন্দ্র নাথ বিশ্বাস, বিনোদ বিহারী, শুক্লা মিস্ত্রী, অনিতা রায়, দুলাল মণ্ডল(ডেকরেটর) মনোজ সরকার, প্রদীপ বড়াল, সৈকত বসু, দীলীপ সরকার, অশোক মিত্র, সঞ্জীব দাস, মন্টু মজুমদার, সীমা মালো, সবিতা মালো, সঞ্জয় হালদার এবং দেবকন্যা সেন। সারাদিন ব্যাপী সমগ্ৰ অনুষ্ঠাটি নিষ্ঠার সাথে পরিচালনা করেন শ্রী দিলীপ বিশ্বাস।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.