রাজনৈতিক সংবাদদাতা : কলকাতা, ১৩ মার্চ ২০২১: শনিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন লোক জনশক্তি পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মীরা চক্রবর্তী এবং বিহারের খাগারিয়ার লোকসভা সাংসদ ও পশ্চিমবঙ্গের অবজার্ভার চৌধুরী মেহবুব আলী কাইজের। মিরা চক্রবর্তী এদিন জানান আগামী বিধানসভা নির্বাঞ্চনে তাঁদের মূল উদ্দেশ্য হল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই। আটদফার এই নির্বাচনের কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে আছেন পাঁশকুড়া পশ্চিমের প্রীতিলতা তিওয়ারি দাস, মাগরাহাট পূর্বর মনোরঞ্জন মন্ডল, চাঁপদানি থেকে দ্বিজেন বিশ্বাস, কালচিনির চঞ্চল নারজিনারী, উত্তরপাড়ার রাজু ধারা, কোচবিহার উত্তর থেকে সুজন রায়, তুফানগঞ্জ থেকে নিরঞ্জন কুঙ্গর, পান্ডুয়াতে এসকে নাসিরউদ্দিন, রায়নাতে টুম্পা দাস, খণ্ডখোশে প্রশান্ত বিশ্বাস, জামালপুরে সোমনাথ সিং, মেমারি থেকে জহিরউদ্দিন, বরানগর থেকে রাকেশ দাস, মিনাখান থেকে বিভাস গায়েন, বর্ধমান দক্ষিণ থেকে এসকে সামিন, মন্তেশ্বর থেকে মইনুদ্দিন সাহ, রানীগঞ্জ থেকে তুহিনা দাস এবং বনগাঁ থেকে হাফিজুল মন্ডল।
মীরা চক্রবর্তী আরও জানান, “বঙ্গবাসী এর আগের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের সাক্ষী থেকেছে, তবে লোক জনশক্তি পার্টি বিজেপির বিভাজনের রাজনীতি ও বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিএমসি সরকারকে পদচ্যুত করার জন্য একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।”
Be First to Comment