বাবলু ভট্টাচার্য : ২০২০ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী৷ তাদের একজন কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেছেন আর অন্য দুজনের বিষয় ছিল গ্যালাক্সি৷ এই ত্রয়ী হলেন যুক্তরাজ্যের রজার পেনরোস, জার্মানির রাইনহার্ড গেনজেল এবং যক্তরাষ্ট্রের আন্দ্রেয়া ঘেজ৷ এরমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রজার পেনরোস গবেষণা করেছেন কৃষ্ণ গহ্বর নিয়ে৷ তিনি দেখিয়েছেন আপেক্ষিকতার সাধারণ তত্ত্বই কৃষ্ণ গহ্বর গঠনে ভূমিকা রেখে চলছে৷ নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেকটাই পাবেন তিনি৷পদার্থে নোবেল পুরস্কারের বাকি অর্থের অর্ধেক পাবেন জার্মানির মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্স-এর গবেষক রাইনহার্ড গেনজেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ঘেজ৷ তারা দু’জন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারি এক ধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কার করেছেন৷
পদার্থ বিজ্ঞানের নোবেল বিজয়ীও তিনজন……..।
More from GeneralMore posts in General »
- RMB Kolkata and iLEAD Host “Letz Empower” Training Conclave Featuring Distinguished Speakers….
- TV9 বাংলা ও পালস ক্যান্ডির সঙ্গে মেতে উঠুন পুজোর আনন্দে…।
- দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপূজা ও কালী পূজা কমিটির আয়োজনে সোনা ঝুড়ি হাট…..।
- Launch of SOS Community to Stop Online Child Abuse and a special screening of From the Shadows, an award-winning documentary film on Child Trafficking in India at PVR, Juhu….
- বৌদ্ধধর্ম ও ব্রাহ্মণ্যধর্মের টানে প্রথম ১৮৯৩ সালে ভারতে আসেন অ্যানি বেসান্ত….।
- বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় গনেশ পুজো….।
Be First to Comment