গোপাল দেবনাথ : কলকাতা, ২৯ জুলাই, ২০২০।বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৩ ই শ্রাবণ ১২৯৮ সাল এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৯ শে জুলাই ১৮৯১ খ্রিস্টাব্দে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ হয়। এই মহান পন্ডিত মশাই পরলোক গমন করেছিলেন কলকাতার বাদুরবাগান অঞ্চলে (৩৬ বিদ্যাসাগর স্ট্রিট, কলকাতা ৭০০০০৯) নিজ বাসভবনে। এখন এই বাস ভবন বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মদিবস উপলক্ষে ঝা চকচকে সুন্দর চেহারায় পরিণত হয়েছে।
এই বাস ভবনের ঠিক উল্টোদিকে আছে প্রায় শতাব্দীর দোরগোড়ায় পৌঁছনো ‘মিলন সমিতি’ সারা বছর ধরেই কোন না কোনো সমাজসেবা সহ খেলাধূলা থেকে শুরু করে দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দেওয়া সহ উমপুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি, করোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান সবেতেই আছে এই সংস্থা। আজ এই ক্লাবের সদস্যরা সকাল ৮ টার সময় বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে যে মর্মর মূর্তি স্থাপিত আছে তাতে মাল্য দান এবং পুষ্প স্তবক সমর্পণ করেন এবং বিদ্যাসাগর মহাশয় কে অন্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
আজ ছিল সরকারি নিয়ম অনুযায়ী পূর্ন লকডাউন। এই লকডাউন কে মান্যতা দিয়ে গুটি কয়েকজন সদস্য মিলে সামাজিক দূরত্ব বজায় রেখে মহান ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করলেন। উল্লেখ্য এর আগে এই সংস্থা বিদ্যাসগার মহাশয়ের দ্বিশততম জন্মদিবস মহা সমারোহে পালন করেছিল।
আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি, সহ সভাপতি, সম্পাদক উমাপতি দত্ত সহ বিশিষ্ট সদস্যবৃন্দ। সেন্ট পলস্ প্রাক্তনী ১৯৮০ পক্ষ থেকে সোমনাথ মুখার্জী শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Be First to Comment