” থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।…..”
সঞ্জয় হাজরা : কলকাতা, ৮ জুন ২০২২। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতা লাইন গুলি তো যে কোনো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে একটা বড়ো ধরনের জীবন দর্শনের সঙ্গে যুক্ত সে কথা বলার অবকাশ রাখে না। স্থল, জল , অন্তরীক্ষে মানুষ বার বার ছুটে গেছে অজানাকে জানার ও অদেখাকে দেখার নেশায়। কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র নিজের বা পরিবারের রোজগারের জন্যে বেছে নিয়েছিলেন বিশ্বের দুর্গম ও রোমাঞ্চকর কিছু পেশাকে। আর সেই পেশায় কাজ করতে করতে তারা কখনও কখনও নিজেদের অজান্তেই করে ফেলেন নানান অনন্য কীর্তি। যেমন , নেপালের এক শেরপা পরিবারের নয় ভাই বোনের মধ্যে সাত ভাই বোন একাধিকবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করে গড়ে ফেলেছিলেন এক অনন্য নজির।
এর মধ্যে ছিলো একসাথে পাঁচ ভাইবোন এভারেস্ট আরোহণ। আবার এই পরিবারেরই আর এক সদস্য নিমা গম্বু শেরপা যিনি ১৮ বার সফলতার সাথে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করে ফেলেছিলেন। এহেন পরিবারের অনন্য কীর্তি র জন্যে তারা গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর খাতায় নিজেদের নামকে তুলে ধরতে পেরেছিলেন। আমরা আকাশবাণীর ক্রীড়া বিভাগের তরফ থেকে যোগাযোগ করেছিলাম নেপালের কাঠমান্ডুতে থাকা এই পরিবারের এক অন্যতম সদস্য নিমা গম্বু শেরপার সঙ্গে। আগামীকাল অর্থাৎ ৯ জুন বিকাল পাঁচটায় আকাশবাণীর ক্রীড়াঙ্গনে শুনবেন সেই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ। প্রযোজক শৌর্য চৌধুরী এবং উপস্থাপক সাম্য বাঁকে র সঙ্গে থাকবো আমিও, আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর শুনুন তার পর্বতারোহণে আসা থেকে শুরু করে জীবনের শেষ এভারেস্ট আরোহণের কাহিনী ।
এছাড়াও নানান কথোপকথন তো থাকছেই। এই সাক্ষাৎকারে আমাদের বিশেষ ভাবে সাহায্য করেন বিশিষ্ট পর্বতারোহী তথা এভারেস্টার মলয় মুখোপাধ্যায়।
Be First to Comment