Press "Enter" to skip to content

নিমতা জোনাকির এবারের কালীপুজোর শুভারম্ভ….।

বিশেষ প্রতিনিধি : নিমতা, ১৯ সেপ্টেম্বর, ২০২৩।  মঙ্গলবার গনেশ চতুর্থী’র শুভ দিনে  ১১তম বর্ষে কালীপুজোর খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো নিমতা জোনাকির এবারের কালীপুজোর শুভারম্ভ। বিগত বেশ কয়েক বছর ধরে তাদের থিম ভাবনায় উঠে এসেছে বিভিন্ন চমক। এ বছরে তাদের থিম ভাবনা গুজরাটের স্বামীনারায়ণ মন্দির (নীলকান্ত ধাম)। এছাড়াও আজকের এই শুভদিনে আনুষ্ঠানিক সূচনা হলো জোনাকি ইউনাইটেড স্টুডেন্টস যা সম্পূর্ণ মহিলা ফুটবল দল। এই দলের হাতে নতুন জার্সি ও ফুটবল তুলে দিয়ে এই পর্বের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস। দর্শক ভীড়ের নিরিখে নিমতা জোনাকি বাজিমাত করবে তা শুধুই এখন বলার অপেক্ষা।

তথ্য ও ছবি সুবল সাহা ৷

More from CultureMore posts in Culture »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *