শম্পা দেবনাথ : ভাগলপুর।
নিজেকে ভালবাসো…
কারণ হিংসে করার জন্য ওরা আছে।
নিজেকে সঙ্গ দাও…
কারণ হাত ছেড়ে দেওয়ার জন্য ওরা আছে।
নিজের বন্ধু হও…
কারণ শত্রুতা করার জন্য ওরা আছে।
নিজেকে সময় দাও…
কারণ ব্যস্ততার অজুহাত ওদের আছে।
নিজেকে সমর্থন করো….
কারণ বিরোধ করার জন্য ওরা আছে।
নিজের প্রশংসা করো….
কারণ নিন্দে করার জন্য ওরা আছে।
নিজেকে এবার এগিয়ে রাখো…
কারণ পেছনে ঠেলে দেওয়ার জন্য ওরা আছে।
নিজের উপর ভরসা রাখো…
কারণ সন্দেহ করার জন্য ওরা আছে।
নিজেকে ঈশ্বরের সন্তান ভাবো…
কারণ অন্ধ বিশ্বাসের ফস্কাগেড়ো ওদের আছে।
Be First to Comment