বিশেষ প্রতিনিধি :নিউ দিল্লি, ১৫ মার্চ, ২০২৫। ভারতের ইতিহাসে ১৩ মার্চ, ২০২৫ একটি বিশেষ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) প্রবীণ সৈনিক লেফটেন্যান্ট আর মাধবন পিল্লাইয়ের ১০০তম জন্মদিন উপলক্ষে রাজধানী দিল্লিতে ত্রিসেবা বাহিনীর (স্থল, নৌ ও বিমান বাহিনী) উদ্যোগে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়।
উদযাপনের অংশ হিসেবে, লেফটেন্যান্ট পিল্লাই প্রথমে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তারপর কার্তব্য পথের ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান, যেখানে তাকে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা এসকর্ট করেন। এছাড়াও, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ত্রিসেবা বাহিনীর সদস্যরা নেতাজিকে গার্ড অফ অনার প্রদান করেন।
‘দ্য ভিউজ এক্সপ্রেস’ পত্রিকা এই উপলক্ষে আইএনএ ইতিহাস বিশেষজ্ঞ শুভম শর্মার সাথে কথা বলে, যিনি এই মহৎ অনুষ্ঠানের আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শর্মা জানান, “এটি আমার জীবনের সেরা দিন। আজ, স্বাধীনতার পর প্রথমবারের মতো নেতাজি সুভাষ চন্দ্র বসু ত্রিসেবা বাহিনীর গার্ড অফ অনার পেলেন। জয় হিন্দ।”
উল্লেখ্য, মাধবন পিল্লাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।
Be First to Comment