গোপাল দেবনাথ : নিউটাউন, ২৮ জুলাই, ২০২৪। নিউটাউন ১সি টু ১সি ডি ব্লকস রেসিডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হলো রবিবার। এই এসোসিয়েশনের রেজিস্ট্রেশন হয়েছিল আজ থেকে ১০ বছর আগে ৯ এপ্রিল ২০১৪ সালে। উদ্যেশ্য ছিল নিউটাউনবাসী ৪টি ব্লকের মানুষ একসাথে ভালো থাকা। এদিনের বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের সম্পাদক অঞ্জন কুমার পাল সারা বছরের হিসেব নিকেশ সহ কোন কোন ক্ষেত্রে উন্নতি ঘটানো সম্ভবপর হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে সেইসব বিষয় নিয়ে আলোচনা করেন। এই এসোসিয়েশন শুধুমাত্র দুর্গাপুজো, কালীপুজো, লক্ষীপুজো এবং সরস্বতীপুজো করে দায়িত্ব পালনেই ক্ষান্ত হন না।
এর বাইরেও সারাবছর ধরে নানান ধরণের অনুষ্ঠানের আয়োজন করে এই এসোসিয়েশনের সদস্যরা। যে সকল অনুষ্ঠানের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় তা হলো শারদোৎসব, বনভোজন, স্বামী বিবেকানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু’র জন্মজয়ন্তী উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, পোলিও টিকাকরণ শিবির, দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, মাতৃভাষা দিবস পালন, আন্তর্জাতিক নারী দিবস, কল ব্রীজ ও ক্যারাম টুর্নামেন্ট এবং হোলি উৎসব।
পুজোর তিনদিন ভুরিভোজের আয়োজন। অঞ্জন বাবু বলেন আমরা খুবই খুশি সকল কে নিয়ে একসাথে চলতে পেরে। আগামীদিনেও আমরা সকল সদস্য মিলেই সব ধরণের অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করবো।
Be First to Comment