বিশেষ প্রতিনিধি : ৯, আগস্ট, ২০২০। ৯ই আগস্ট ভারতছাড়ো আন্দোলন এর পাশাপাশি সারা বিশ্বে আদিবাসী সংস্কৃতি, ভাষা প্রভৃতিকে সারা দেশের কাছে তুলে ধরতে ও সম্মান জানাতে সম্মিলিত জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে নির্ধারিত করে। পশ্চিমমেদিনীপুরের নারায়ণগড় ব্লকে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা হো সহ ১৬ টি আদিবাসী উপজাতির মানুষ বসবাস করেন। আর সেই সমস্ত আদিবাসীদের সম্মান জানাতে নারায়ণগড় থানার উদ্যোগে এই বিশেষ দিনটি পালন করা হয়। এদিন করোনার সংক্রমণের কথা মাথায় রেখে অনাড়ম্বর ভাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপনের ব্যবস্থা করা হয়। এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর আদিবাসী পরিবারের কৃতীদের সম্বর্ধিত করা হয়। এছাড়াও বিভিন্ন কৃতি আদিবাসীদের ও সম্মানিত করা হয়েছে এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল দাস, সার্কেল অফিসার নবেন্দু দাস, নারায়ণগড় থানার আধিকারিক প্রনব সেনাপতি সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নারায়ণগড় থানার উদ্যোগে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস…….
More from GeneralMore posts in General »
- তৃতীয় চন্দ্রকলা নৃত্য উৎসব-২০২৪….।
- কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল- পঞ্চম সিজনে পথ সঙ্গীত শিল্পীরা উদযাপন করলেন সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ….।
- বাংলাদেশে হিন্দুহত্যা না থামালে এদেশে চিকিৎসা করতে আসা বাংলাদেশীদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিলভারত হিন্দুমহাসভার….।
- DS Group Leads the Way in Environmental Innovation with India’s First Outdoor Liquid Tree…
- ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এবং স্পা, কলকাতায় আয়োজিত হল বড়দিন উপলক্ষে মজাদার কেক মিক্সিং অনুষ্ঠান….।
- Nurse Maria Victoria Juan from Philippines wins the prestigious Aster Guardians Global Nursing Award 2024….
Be First to Comment