Press "Enter" to skip to content

নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।

Spread the love

ড. সুনীল ভাটের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ বৃদ্ধি করা

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ নভেম্বর ২০২৫: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিরাময়মূলক চিকিৎসার সুযোগ উন্নত করার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসেবে, নারায়ণা হেলথ আগামী ২১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কলকাতায় ডিকেএমএস, থ্যালাসেমিক্স ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া এবং পশ্চিম বঙ্গ সিকিম প্রান্তীয় মাড়োয়ারী যুব মঞ্চের সহযোগিতায় বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পগুলির মধ্যে একটি আয়োজন করছে। ব্যাঙ্গালোরের নারায়ণা হেলথ সিটির পেডিয়াট্রিক হেমাটোলজি, অনকোলজি এবং ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের পরিচালক এবং প্রধান ডাঃ সুনীল ভাটের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য হল ৫০০ জনেরও বেশি থ্যালাসেমিয়া রোগী এবং তাদের পরিবারের সম্ভাব্য অস্থি মজ্জা প্রতিস্থাপন মিল খুঁজে বের করার জন্য স্ক্রিন করা।
থ্যালাসেমিয়া এখনও ভারতের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পূর্ব ভারত অন্যতম বেশি প্রভাবিত অঞ্চল। হাজারো শিশু নিয়মিত রক্ত সঞ্চালনের ওপর নির্ভরশীল হলেও, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই রোগের স্থায়ী নিরাময় এবং স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র উপায়। “নারায়ণা হেলথ-এ আমরা বিশ্বাস করি, একটি স্থায়ী নিরাময় প্রত্যেক শিশুর মৌলিক অধিকার,” বলেন নারায়ণা হেলথ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. দেবী প্রসাদ শেঠি। “থ্যালাসেমিয়া শুধু ব্যবস্থাপনার দাবি করে না, এটি সমাধানের দাবি করে। এই বৃহৎ স্ক্রিনিং উদ্যোগ আমাদের অঙ্গীকার—নিরাময়মূলক চিকিৎসাকে সহজলভ্য ও সাশ্রয়ী করা, এবং যেন কোনো আর্থিক বাধা একটি শিশুর স্বাভাবিক, সুস্থ জীবনের মাঝে না দাঁড়ায়।” এই বিনামূল্যের এইচএলএ টেস্টিং ক্যাম্পটি ১২ বছরের নিচে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য উন্মুক্ত।
নারায়ণা হেলথ দেশজুড়ে অন্যতম উন্নত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম পরিচালনা করে, যার মূল কেন্দ্র বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটি। ইতিমধ্যে ২,৫০০-এরও বেশি সফল ট্রান্সপ্লান্ট সম্পন্ন হওয়ায় এটি দেশের বৃহত্তম ও সর্বাধিক আস্থাযোগ্য কেন্দ্রগুলির একটি। টেস্ট ক্যাম্পে উপযুক্ত ম্যাচ শনাক্ত হলে পরিবারগুলোকে নিরাময়ের পথে এগিয়ে যেতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে।
উদ্যোগের লক্ষ্য সম্পর্কে ড. সুনীল ভাট বলেন, “আমাদের লক্ষ্য হলো থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করা প্রতিটি শিশুর জন্য নিরাময়ের পথ তৈরি করা। এই ক্যাম্পের মাধ্যমে এইচএলএ-ম্যাচযুক্ত পরিবারগুলোকে শনাক্ত করে আমরা তাদের চিকিৎসার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাতে সাহায্য করতে পারি। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা এবং সময়মতো পদক্ষেপ একটি শিশুর জীবন বদলে দিতে পারে।” রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া সেন্টার, ব্লাড ব্যাংক, রেড ক্রস সোসাইটি এবং বিভিন্ন এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করে এই উদ্যোগকে সর্বস্তরে পৌঁছে দেওয়া হচ্ছে।
এইচএলএ টেস্টিং ক্যাম্পটি ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে কলকাতার নারায়ণা আর.এন. টেগোর হাসপাতাল, মুকুন্দপুর-এ অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণ ও নিবন্ধন সম্পর্কিত তথ্যের জন্য পরিবার এবং রেফারিং সেন্টারগুলি নারায়ণা হেলথ-এর +91 81470 52734 নম্বরে যোগাযোগ করতে পারেন।
নারায়ণা হেলথ সম্পর্কে
নারায়ণা হেলথ, ড. দেবী শেঠি প্রতিষ্ঠিত এবং বেঙ্গালুরু-ভিত্তিক, বৈশ্বিক স্বাস্থ্যসেবার অগ্রণী প্রতিষ্ঠানগুলির অন্যতম। ভারতের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী গোষ্ঠীগুলির একটি হিসেবে নারায়ণা হেলথ ভারত এবং ক্যারিবিয়ান জুড়ে প্রাইমারি, সেকেন্ডারি ও সুপার-স্পেশালিটি টারশিয়ারি কেয়ার পরিষেবা প্রদান করে। বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র, ১৮,৮২২ জন কর্মী—যার মধ্যে ৩,৮৬৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক—এবং রোগী-কেন্দ্রিক সেবার প্রতি অবিচল প্রতিশ্রুতি নারায়ণা হেলথকে স্বাস্থ্যসেবার জগতে আশা ও নিরাময়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নারায়ণা ওয়ান হেলথ (এনএইচ ইন্টিগ্রেটেড কেয়ার) এবং নারায়ণা হেলথ ইনসিউরেন্স নারায়ণা হেলথ-এর সহযোগী সংস্থা।
অধিক তথ্যের জন্য আপনারা ভিজিট করতে পারেন নিচে দেওয়া লিংক এ : https://www.narayanahealth.org/

More from HealthMore posts in Health »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.