Press "Enter" to skip to content

নাচেন রাধা বাঁশির সুরে আনন্দে মাতোয়ারা বাঁশির সুরে যাচ্ছে পাওয়া আনন্দেরই ছোঁয়া……।

Spread the love

আনন্দেরই ছোঁয়া
—————————

অশোক ব্যানার্জী ::–

“আজকে আমি পায়েস খাবো”
যেই বলেছেন রাধা,
অমনি শ্যামের বাজলো বাঁশি
সা রে গা মা পা ধা !
মিষ্টি হেসে রাধা বলেন,
“পায়েস খাবো ‌রাতে”
শ্যামের বাঁশি মধুর সুরে
দ্বিগুণ বাজে তাতে।
রাধা বলেন, “পায়েস খেতে
বড়ই ভালবাসি”
তিনগুণ জোরে বাজছে ঐ
শ্যামের মোহন বাঁশি !
“রাত্তিরে আজ পায়েস খাবো,
আনন্দ না ধরে !”
রাধার কথায় বাজলো বাঁশি
চতুরগুণ জোরে ।
আনন্দেতে নাচেন রাধা
পায়েস খাবেন বলে,
পাঁচগুণ জোরে শ্যামের বাঁশি
এবার বেজে চলে !
পায়েস খাবেন ভেবেই রাধা
আহ্লাদে আটখানা
ছ’গুণ জোরে শ্যামের বাঁশি
বাজছে তো একটানা !‌
কত্থক নাচ নাচেন রাধা
আনন্দে ভরপুর
সাতগুণ জোরে বাজে এবার
শ্যামের বাঁশির সুর !
দুলিয়ে অঙ্গ নাচেন রাধা
অপূর্ব সে নাচ,
আটগুণ জোরে উঠলো বেজে
শ্যামের বাঁশির আওয়াজ !
ভারত নাট্যম নাচেন এবার
রাধা বিনোদিনী
ন’গুণ জোরে শ্যামের বাঁশি
বাজলো তো তক্ষুনি ।
রাধা নাচেন, নূপুরে তার
খুশিরই ঝঙ্কার,
দশগুণ জোরে মোহন বাঁশি
বাজছে তো এইবার !
নাচেন রাধা বাঁশির সুরে
আনন্দে মাতোয়ারা
বাঁশির সুরে যাচ্ছে পাওয়া
আনন্দেরই ছোঁয়া।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.