অশোক দে : কলকাতা, ২২ জুন ২০২২। দ্য অডিটোরিয়াম অফ অ্যানথ্রোপলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া কক্ষে ‘ভারতবর্ষ তথা বিশ্বের সুনিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে বাংলার নবজাগরণের সার্বজনীন উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা বিশ্বভ্রাতৃত্ববোধের আলোকে’ এই নামে দু’দিন ব্যাপী বসে আলোচনাচক্র। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় প্রসঙ্গে বলেন নিখিলেশ গুহ, জয়ন্ত রায়, দেবদীপ রায়, দেবোত্তম চক্রবর্তী ও স্নেহা আগরওয়াল। সভাপতি : অধ্যাপক পবিত্র সরকার। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলেন বিশ্বজিৎ রায়, শিবাজী প্রতীম বসু, মহীদাস ভট্টাচার্য, শক্তিসাধন মুখোপাধ্যায় ও অরুণাভ রায়। সভাপতি : অধ্যাপক পল্লব সেনগুপ্ত। ‘শতবার্ষিকীতে সত্যজিৎ : অংশ নেন নীলাঞ্জন চাকী, মৌমিতা দাস, সৃজন দে প্রমুখ। সঞ্চালক দেবাশিস মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ বিষয়ক আলোচনায় : তপতী মুখার্জি, সুশোভন অধিকারী ও সোমা ঘোষ। সঞ্চালক : অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়।
কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে চন্দ্রানী দাস, ফারজানা ইয়াসমিন, শাশ্বতী চৌধুরী ও রীমা দেওয়ান। সঞ্চালক : অধ্যাপক সুমিতা চক্রবর্তী। বাঙালি মনীষা এবং আন্তর্জাতিক উত্তরণ : প্রসঙ্গ দর্শন ও বিজ্ঞান এবং শিল্প—বক্তা : অধ্যাপক শ্যামল চক্রবর্তী, হিরণ মিত্র, অমলেশ দাসগুপ্ত, ড করবী মিত্র, শর্মিষ্ঠা ঘোষ প্রমুখ। সঞ্চালক : অধ্যাপক রঞ্জনা রায়। ‘সঙ্গীত ও নৃত্য আন্দোলনের চেতনায় বাঙালি মণীষা’ এ পর্বে ছিলেন সৌম্য ভৌমিক, ব্রততী হোড়, পারমিতা ব্যানার্জিরা। সঞ্চালক : অধ্যাপক : মহুয়া মুখোপাধ্যায়। আয়োজক : কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিস। সহযোগী : মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ও অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।














Be First to Comment